জি কে রাকিব,কুমিল্লা : ধর্মীয় তাহযিব তামাদ্দুনের লালনভূমি সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের অরাজনৈতিক আত্মশুদ্ধি মূলক ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামি ছাত্র কাফেলার ব্যানারে মুরাদনগর উপজেলায় ২০২৫ সালের দাখিল ও এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ (A+) প্রাপ্ত ১৫২ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উক্ত সংবর্ধনায় পীর সাহেব মহোদয়ের পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে আকর্ষণীয় ক্রেস্ট ও ১০০০ টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
শনিবার (২৬ জুলাই) সকাল ১০:০০ টায় শুরু হওয়া এই অনুষ্ঠানটি দুটি পর্বে বিভক্ত ছিল।
প্রথমপর্ব ছিল-সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
দ্বিতীয় পর্ব ছিল-কৃতি শিক্ষার্থীদের স্কলারশিপ নিয়ে বিদেশে পড়াশেনার উপর বিশেষ কর্মশালা।
প্রথম পর্বে আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের সুসংগঠিত আলেকিত ভবিষ্যত জীবন গড়ার বিভিন্ন দিকনির্দেশনা ও প্রেরণামূলক বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাকান্দা দারুলহুদা বহুমূমী কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মো: মাহমুদুর রহমান পীর সাহেব(মা:জি:আ:)।
অতিথিদের মধ্য থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রেরণামূলক আরো বক্তব্য রাখেন-সোনাকান্দা কামিল মাদরসার প্রাক্তন শিক্ষার্থী (বর্তমান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি বিশ্ব বিদ্যালয় কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান) অধ্যাপক ড. মোহাম্মদ হাবিবুর রহমান।
বিশিষ্ট সাংবাদিক ডক্টর মোহাম্মদ সলিমুল্লাহ খান।
মুরাদনগর নোমান কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান।
সোনাকান্দা দীনিয়া মাদরাসার নায়েবে মোদির মাওলানা সাইদুল আল আমিন, সোনাকান্দা দারুলহুদা বহুমুখী কামিল মাদরাসার ও মাদরসা শিক্ষা ডটকম এর সম্পাদক ও প্রকাশক মুহাদ্দিস মাওলানা মোঃ মোস্তফা কামাল, নবিয়াবাত কামিল মাদরাসার প্রভাষক মাওলানা মোঃ কামরুল হাসান। বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলার মাওলানা মেহেদী হাসান। সহ-সুপার মাওলানা জিএম আবু বকর সিদ্দিক।
বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলার কেন্দ্রীয় সভাপতি পীরজাদা জনাব আবু জর মোহাম্মদ শামসুদ্দোহা।
বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলার কেন্দ্রীয় নেতা মাওলানা মোঃ শফিকুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।
দ্বিতীয় পর্ব ছিল-কৃতি শিক্ষার্থীদের স্কলারশিপ নিয়ে বিদেশে পড়াশোনার উপর কর্মশালা:এই পর্ব পরিচালনা করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মোঃ রুহুল আমিন সা’দ,ম্যানেজার -ইউএসএ ডেসিনেশন, আইডিডি এডুকেশন।
দ্বিতীয় পর্বে স্কলারশিপ নিয়ে বিদেশে যাওয়ার জন্য শিক্ষার্থীদের করণীয় ও প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন।
সবশেষে শিক্ষার্থীদের আগামী দিনের জাতির কর্ণধার হয়ে গড়ে ওঠার লক্ষ্যে উদ্দীপনামূলক বক্তব্য রাখেন অধ্যক্ষ আল্লামা মোঃ মাহমুদুর রহমান পীর সাহেব(মা:জি:আ:)
ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্যে তিনি আরো বলেন ছাত্রদেরকে শুধু নিজের জন্য পড়ালেখা করলে হবেনা বরং জাতির খেদমতের নিয়তে পড়ালেখা করলে এটি ইবাদত হবে।
দুনিয়ায় সফলতার সাথে সাথে পরকালের সফল মানুষ হওয়ার জন্য পড়ালেখা করতে হবে।
কৃতি শিক্ষার্থীদের উদ্দীপনামূলক এমন অনুষ্ঠানের আয়োজন সোনাকান্দা দারুল হুদা দরবারের পক্ষ থেকে ভবিষ্যতে চলমান থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করে পরিশেষে কৃতি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক এবং দেশবাসীর জন্য কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।