রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধ : বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নে এক সংখ্যালঘু নারীকে কু*পি*য়ে আহত দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউনিয়নে এক সংখ্যালঘু নারীকে কু*পি*য়ে আহত করার অভিযোগ উঠেছে। আ*হ*ত নারীর নাম নীলা রানী (৪৪), তিনি উপজেলার ৪ নম্বর আটগাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মনিপুর গ্রামের মৃ*ত অনিত্র চন্দ্র রায়ের স্ত্রী।
স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, ২৩ জুলাই (বুধবার) বিকেল আনুমানিক ৬টার দিকে নিজ ফসলি জমি দেখে বাড়ি ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে হা*ম*লা*র শি*কা*র হন নীলা রানী। অভিযোগ রয়েছে, একই ইউনিয়নের বাসিন্দা মোঃ মোজাম্মেল হকের তিন পুত্র—সাবেক ইউপি সদস্য বাবুল রহমান, তরিকুল রহমান, শরিফুল ইসলাম—এবং বাবুল রহমানের ছেলে মুন্না ওই হামলায় জড়িত।
আ*হ*ত নীলা রানীর ছেলে হৃদয় জানান, তাঁর মা জমি থেকে ফেরার সময় একা পেয়ে উপরোক্ত ব্যক্তিরা ধা*রা*লো অ*স্ত্র দিয়ে কু*পি*য়ে গুরুতর জখম করে পালিয়ে যায়।
নীলা রানী বর্তমানে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পরিবার সূত্রে জানা গেছে।