আলীনগর দর্পণ ডেস্কঃ আলীনগর ইউনিয়নের অন্যতম নারী শিক্ষাপ্রতিষ্ঠান মাদরাসাতুল বানাত আলীনগর পরিদর্শন করেছেন মানবতাবাদী আন্তর্জাতিক সংস্থা এজিআইসিও ইউকে এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, যুক্তরাজ্যের কমিউনিটি নেতা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, আলীনগর দর্পণের সম্মানিত প্রবাসী উপদেষ্টা এবং যুক্তরাজ্য বিএনপি নেতা জনাব মোহাম্মদ আনোয়ার হোসেইন।
মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, দুপুর ২টায় তিনি বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের স্থানীয় মাদরাসা প্রাঙ্গণে উপস্থিত হয়ে মাদরাসার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন এবং মাদরাসার উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
এসময় আরও উপস্থিত ছিলেন:
🔹 এজিআইসিও ইউকে উপদেষ্টা জনাব আব্দুল আহাদ
🔹 বাংলাদেশ প্রজেক্ট বাস্তবায়ন পরিষদের চেয়ারম্যান ও আলীনগর দর্পণের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল কাসিম আজাদ
🔹 যুগ্ম সম্পাদক ইমতিয়াজ হোসেন মাহিন
🔹 প্রবাসী সমাজসেবক ও রেমিট্যান্স যোদ্ধা সুলেমান আহমদ
🔹 তরুণ সমাজসেবক সাইদ আহমদ
🔹 মাদরাসার মুহতামীম হাফিজ সুফিয়ান আহমদ এবং
🔹 সম্মানিত শিক্ষকবৃন্দ।
মরহুম হাজী আব্দুল গনি সাহেবের সুযোগ্য সন্তান জনাব মোহাম্মদ আনোয়ার হোসেইন মাদরাসার উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন,
> “এই প্রতিষ্ঠান যেন নারী শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারে, সেই লক্ষ্যেই আমাদের পাশে থাকা উচিত। আমি ব্যক্তিগতভাবে যেকোনো প্রয়োজনে সাধ্যানুযায়ী পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি।”
তিনি প্রতিষ্ঠার পর থেকে মাদরাসার খেদমতে জড়িত সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং যারা ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করেন। একইসাথে বর্তমানে যারা দায়িত্ব পালন করছেন তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
পরিদর্শনের শেষাংশে মাদরাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে জনাব মোহাম্মদ আনোয়ার হোসেইনকে আনুষ্ঠানিকভাবে স্বাগত ও কৃতজ্ঞতা জানানো হয়। দোয়া পরিচালনা করেন মাদরাসার সম্মানিত শিক্ষক, যেখানে তিনি দেশ-জাতি ও সকলের মঙ্গল কামনা করেন।