নিজস্ব প্রতিবেদক : কুমিল্লার ৩নংওয়ার্ড মাধবপুর গ্রাম যেন মাদকের অভয়ারণ্য
কুমিল্লার ব্রাহ্মণ পাড়া উপজেলার ৩নংওয়ার্ড মাধবপুর গ্রামে দীর্ঘদিন ধরে অবাধে মাদক ব্যবসা চলার অভিযোগ রয়েছে। আর এসব চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের প্রকাশ্য অবাধ বিচরণে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী। কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে পারছে না।প্রশাসনের চোখে দুলা দিয়ে মাদক ব্যাবসায়ীরা মাদক ব্যাবসা করছে।
এলাকাবাসী ও স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, উপজেলার কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন মাধবপুর গ্রামে অবাধে মাদক ব্যবসা চলে আসছে। গ্রামটি মাদকসেবীদের নিরাপদ স্থান হওয়ায় এখানে নির্বিঘ্নে তারা প্রতিদিন সকাল থেকে সারা রাত অবধি গ্রামের বিভিন্ন স্থানে ফেনসিডিল, ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক সেবন করে চলেছে। তবে রাত বাড়তে থাকলে মাধবপুর গ্রাম মাদকের অভয়ারণ্যে পরিণত হয়।
নাম প্রকাশ না করার শর্তে এলাকাবাসী জানায়, মাধবপুর গ্রামের মৃত মিয়া মোঃ ছাওয়াল মিয়ার ছেলে মাদক সম্রাট মিয়া মোঃমিঠু জলিল মিয়ার ছেলে মাধক সম্রাট ইসমাইল মিয়া মোঃমিঠুর স্ত্রী তাহমিনা ইসমাইলের স্ত্রী শেফালী ইসমাইলের ছেলে সিয়াম সহ আরও অনেকেই দীর্ঘদিন ধরে মাধবপুর গ্রাম এলাকায় মাধবপুর বাসস্ট্যান্ড, স্কুলপাড়া,মাধবপুর বাজার, মসজিদ পাড়া পশ্চিম পাড়া এলাকায় প্রকাশ্যে বিভিন্ন ধরনের মাদক বিক্রি করছে।
যা এলাকায় মাদকের হাট নামে পরিচিতি রয়েছে।
ওই এলাকার মিঠুর বাড়ী ইসমাইলের বাড়ী,রাস্তাঘাটে হাটে বাজারে চলছে মাদকের রমরমা ব্যবসা। আর ওইসব জায়গা থেকে মাদকসেবীরা মরন গাতি ইয়াবা, ফেনসিডিল ও হেরোইন ক্রয় ও সেবন করছে। মাদক বিক্রেতা বা ব্যবসায়ীরা ইদানীং মাধবপুর গ্রামের মিঠুর বাড়ী ও ইসমাইলের বাড়ির বিতরে মাদক বিক্রির নিরাপদ আস্তানা গড়ে তুলেছে।
এলাকাবাসী আরো জানায়, মাদক সম্রাট ইসমাইলের বাড়ীর পাসে রয়েছে আবুজাহের কলেজ, ও স্কুল মাদ্রাসা, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কোমলমতি শিক্ষার্থীদের হাতেও মরন গাঁতি ইয়াবা তুলে দিচ্ছে মাদক ব্যবসায়ীরা। মাধবপুর গ্রামের প্রভাবশালী দের আশ্রয় প্রশ্রয়ে মাদক ব্যাবসা চালাচ্ছে বলে এলাকার সাধারণ মানুষ তাদের বিরুদ্ধে মুখ খোলার সাহস পায় না।
নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী সচেতন গ্রামবাসীরা বলেন, এসব মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপনে বিভিন্ন দপ্তরে বলা হলেও অজ্ঞাত কারণে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার ওসি দেলোয়ার হোসেন বলেন, এমন কোনো অভিযোগ পাইনি এবং জানাও ছিল না।
এখন জানলাম, অভিযান চালানো হবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাধবপুর গ্রাম এলাকাবাসীর দাবি মরন গাঁতি মাদকের বিষাক্ত ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করার জন্য চিরতরে মাদক ব্যবসা বন্ধ করতে হবে, মাধবপুর গ্রামবাসী এই বিষয়ে প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।