রাঙামাটি প্রতিনিধি : ২৪ ঘন্টার ব্যবধানে রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া থেকে আরও একটি মরদেহ উদ্ধার করেছে কাউখালী থানা পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের ডাকবাংলো এলাকার পরিত্যক্ত একটি ইটভাটা থেকে টিটু (৩৫) নামের ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।নিহত বাড়ী চট্টগ্রাম জেলার রাউজার উপজেলায় ও শামীম কোম্পানি’র ইটভাটার ইঞ্জিন মিস্ত্রি ছিলো বলে জানাগেছে।
সাদনান ব্রিকস এর মালিক মোঃ শামিম কোম্পানি জানান, টিটু ১বছর সময় ধরে আমার ইটভাটাতে কাজ করতো, গত দুইদিন আগে আমরা তাকে হিসাব নিকাশ করে বিদায় করে দি। আমরা তার থেকে ১২হাজার টাকা পাবো, আজ আমাদের পাশের একটি পরিত্যাক্ত ইটভাটা থেকে তার লাশ পরে থাকতে দেখে স্থানীয়রা পরে সবাই পুলিশকে খবর দেয়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। মৃতের মুখমন্ডলে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ বিষয়ে আইনানুগ পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে সোমবার (৩ ফেব্রæয়ারী) সন্ধ্যায় বেতবুনিয়ার নিজ বাড়ী থেকে তৃত্বীয় লিঙ্গের শীলার গলাকাটা লাশ উদ্ধার করে কাউখালী থানা পুলিশ। ঘটনাস্থল থেকে মাদক সেবনের আলামত সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ আলামত জব্দ করে পুলিশ। মঙ্গলবার ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। উদ্ধারকৃত আলামত পর্যালোচনা করে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।এদিকে ইটভাটা থেকে এক শ্রমিকের লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় স্থানীয়দের মধ্যে আতংক দেখা দিয়েছে। সাম্প্রতিক সময়ে কাউখালী উপজেলার বেতবুনিয়া এলাকায় ঘটে যাওয়া আইন শৃংঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।