মোঃ রিয়াদ হোসেন দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : ‘ভরবো মাছে মোদের দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আজ বুধবার(৩১ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে সিনিয়র দাউদকান্দি উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করেন।
দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াসমিন চৌধুরীর সঞ্চালনায় এসময় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের সংসদ ইঞ্জিনিয়ার মো.আবদুস সবুর এমপি।