বঙ্গনিউজবিডি রিপোর্ট : শেখদী আলহেরা জামে মসজিদের ক্যাশিয়ার বীর মুক্তিযোদ্ধা মো: মোসলেম উদ্দিন ভৃইয়া পিতা : মোখসেদ আলী ভূইয়া আজ বেলা এগারোটা সময় শনির আখরা বাজারে হীট ষ্টোক করে। সাথে সাথে ঢাকা মেডিকেল নিয়ে যায়। ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে।
মৃত্যু কালে স্ত্রী, চার ছেলে এক মেয়ে রেখে যান। বীর মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন ভূইয়ার জানাজা বাদ মাগরিব আলহেরা জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে গ্রামবাড়ী দিলাল পুর গ্রাম, তিতাস উপজেলা দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।