1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা আসিফ নজরুল আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদের ১৮তম সভা নির্বাচন, ডেভিল হান্ট ফেইজ-২, বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে সর্বোচ্চ নিরাপত্তা দিনাজপুরের বীরগঞ্জে হিন্দু কৃষকের ১২একর ধানের পালায় অগ্নিসংযোগ: নিঃস্ব দুই পরিবার। শরিফ ওসমান হাদির হত্যাকারী ফয়সালের অবস্থান নিয়ে সুনির্দিষ্ট তথ্য নেই: অতিরিক্ত আইজিপি বজ্রপাতের ঝুঁকি কমাতে আগাম সতর্কতা ব্যবস্থায় কমিউনিটির সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান অতীতের মতো দেশকে ধ্বংসের কিনারা থেকে রক্ষা করবে বিএনপি: তারেক রহমান শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে লোগাংয়ে অসহায়দের মাঝে বিজিবির শীতবস্ত্র বিতরণ নির্বাচন ঘিরে এখন থেকে অভিযান চালাবে যৌথ বাহিনী *টানা ষষ্ঠবার ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড’ পেল বসুন্ধরা এলপি গ্যাস* *বিওয়াইডি বাংলাদেশের ‘ইউথ অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম ২০২৫’ এর প্রথম দফা সফলভাবে সম্পন্ন*

দেবীদ্বারে সাহরি আর ইফতারের সময় নতুন ভোগান্তির নাম বিদ্যুৎ লোডশেডিং

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ২০৩ বার দেখা হয়েছে

 

মামুনুর রশীদ
বিশেষ প্রতিনিধি

এপ্রিলের শরুতে তীব্র গরম ও রমজানের শেষ মুহুর্তে সাহরি আর ইফতারের সময় নতুন ভোগান্তির নাম বিদ্যুৎ লোডশেডিং এমন আলোচনা ও সমালোচনায় ভারী হয়ে উঠছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এদিকে মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এইচএসসি পরীক্ষার্থীরা।
দুর্ভোগে হাসপাতালের চিকিৎসাধীন রোগীরা। এ ছাড়াও ব্যাহত হচ্ছে শিল্প কারখানায় উৎপাদন। উপজেলার সদর ও গ্রাম এলাকার গ্রাহকরা জানান ঘন্টার পর ঘন্টা লোডশেডিংয়ের কবলে পড়তে হচ্ছে গ্রাহকরা। একাদিক গ্রাহকের সঙ্গে কথা বলে জানা যায় তারা জানান বিদ্যুৎ আসলে এক ঘন্টা আর গেলে কয়েক ঘন্টা পরে আসে এভাবেই চলে বিদ্যুৎ আসা যাওয়ার খেলা।
সরেজমিন ঘুরে দেখা যায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরত রোগীদেরকে হাত পাখার বাতাস করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ছে রোগীর পাশে থাকা স্বজনরা। ভিংলাবাড়ি গ্রামের মলেকা বেগম জানান, তার ছেলে রাকিব দেড় মাস বয়সে নিউমোনিয়া রোগে ভুগছে। তাই তার শিশু ছেলেকে নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি বলেন, বিদ্যুৎ একবার আসলে দশ মিনিট পর চলে গেলে দুই থেকে তিন ঘন্টার পর আসে এতে শিশু রোগীকে নেবুলাইজার দিতে সমস্যা ভুগছেন সে। উপজেলা খাইয়ের গ্রামের মিম আক্তার জানান- তার ১৪ মাস বয়সের ছেলে মিনহাজ কে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি, শিশু মিনহাজ নিউমোনিয়ায় আক্রান্ত বিদুৎ লোডশেডিংয়ের কারনে তাকে নেবুলাইজার দিতে সমস্যা পোহাতে হয়।
কুমিল্লা শিক্ষাবোর্ড কলেজের মানবিক বিভাগের এইচএসসি পরীক্ষার্থী সামিয়া আক্তার জানান আগামী ৩০ জুন পরীক্ষা শুরু, একদিকে গরম অপর দিকে বিদ্যুৎ লোডশেডিং সমস্যায় লেখা পড়ায় চরম বিঘ্ন ঘটছে। দেবিদ্বার প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক মালিক সমতির সাধারণ সম্পাদক ভিপি ময়নাল হোসেন জানান, পুরো উপজেলায় ৩৮ টি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে, অতিরিক্ত লোডশেডিংয়ের কারনে হাসপাতাল গুলোতে রোগীদের এক্সরে, বিভিন্ন পরীক্ষা- নিরীক্ষা ও অপারেশনে সমস্যা সৃষ্টি হয়, যা জেনারেটর চালিয়েও সুবিধা করা যায় না, আর কম পাওয়ার জেনারেটর ব্যাবহার করায় তৈরি হয় শব্দ দূর্ষন। যার কারন বিদ্যুৎ না থাকায় প্রাইভেট হাসপাতালগুলোর জেনারেটর ব্যবহার শব্দে, শব্দ দূর্ষণ হচ্ছে পরিবেশ।

এদিকে অতিমাত্রায় বিদ্যুৎ লোডশেডিংয়ের কারনে দেবিদ্বার পল্লী বিদুৎ সমিতি -১ জোনাল অফিসের ডিজিএম কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় তুলছে ভুক্তভোগীরা। দেবিদ্বার পল্লী বিদুৎ সমিতি -১ জোনাল অফিসের ডিজিএম রেজাউল করিম খান কে উদেশ্য করে দেবিদ্বার পৌর মেয়র সাইফুল ইসলাম শামীম তার ফেইসবুক saiful shamim আইডিতে পোস্ট করে বলেন- ” দেবিদ্বার পল্লী বিদুৎ সমিতি- ১ জোনাল অফিসের সন্মানিত ডিজিএম রেজাউল করিম খান মোহদয়ের এর কাছে আকুল আবেদন, দয়া করে পৌর এলাকায় সেহরী, ইফতার ও তারাবী নামাজের সময় নিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করুন। মেয়র সাইফুল ইসলামের এমন পোস্ট কে কেন্দ্র করে,মাহিনুল ইসলাম রাসেল আইডিতে কমেন্ট করে বলা হয়েছে ” দেবিদ্বারে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এর যাত্রা শুরু এ যেন দেখার কেউ নেই। সেহরী আর ইফতারের সময় নতুন ভোগান্তির নাম বিদ্যুৎ লোডশেডিং। ” Masud Rana আইডিতে কমেন্ট করে বলা হয় ” ভিআইপি লাইন গুলো অফ করতে হবে। ভিআইপির তারা মানুষ আর দেবিদ্বারের গ্রাম অন্ঞ্চলের গুলো কি মানুষ মনে হয় না? আর পৌর এলাকার সবাই দেবীদ্বারের বাসিন্দা। বাকিরা কই থাকে? দেবিদ্বারের সবার জন্যই বিদ্যুতের সার্ভিস ভালো রাখার জন্য চেস্টা চালিয়ে যাবেন, আপনি দেবিদ্বারের নগর পিতা হিসাবে আপনার কাছে আমাদের এই প্রত্যাশা। দেবিদ্বার উপজেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক কাউছার হায়দার তার kawsar Hayder ফেইসবুক আইডিতে পোস্ট করে বলেন,” পল্লী বিদ্যুতের ডিজিএম সাহেব আপনার সমস্যা কি? বিদ্যুতের সব সমস্যা কি দেবিদ্বারেই? ” দৈনিক,আমাদের নতুন সময় কুমিল্লা জেলা উত্তর প্রতিনিধি মো.সাইদুল ইসলাম তার Md sahidul islam আইডিতে পোস্ট করে বলেন, দরকার ২২ মেগাওয়াট, বিপরিতে পাচ্ছি ৬ ! নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে হলে সরবরাহ বাড়ানো এবং বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার বিকল্প নাই।
সোহাগ ভূইয়া দেবিদ্বার আইডিতে বলা হয়েছে- ” এক দিকে তীব্র গরম আর অন্যদিকে ঘনঘন লোডশেডিং- সব মিলিয়ে বিপর্যস্ত হয়ে পড়ছে দেবিদ্বার উপজেলা বাসীর জনজীবন। ”
নাম প্রকাশে অনিচ্ছুক বৃহস্পতিবার( ৪ এপ্রিল) বিকালে দেবিদ্বার জোনাল অফিস পল্লী বিদ্যুৎ সমিতি কুমিল্লা- ১ এর এক জন কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি জানান- দেবিদ্বার পৌরসভাসহ ৫ টি ইউনিয়নের ৮৫ হাজার গ্রাহকদের চাহিদা হলো ২৩ মেগাওয়াট বিদ্যুৎ সেই জায়গায় ৬ মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে গ্রাহকদের চাহিদা পূরন করা কস্টকর,তবে অতি শ্রীঘ গ্রাহকদের বিদ্যুৎ চাহিদা স্বাভাবিক হবে বলে তিনি জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com