বঙ্গনিউজবিডি ডেস্ক: জনগণের স্বার্থে সাংঘর্ষিক রাজনীতি পরিহার করে সরকারকে সংলাপে বসার আহবান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশনে এ আহবান জানান তিনি।
ড. আব্দুল মঈন খান বলেন, হেরে যাওয়ার ভয়ে সুষ্ঠু নির্বাচন দিচ্ছে না আওয়ামী লীগ। ক্ষমতাকে চিরস্থায়ী করতে পুরো জাতিকে বিভাজন করেছে তারা। দেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়।
সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে নতুন করে ভোট আয়োজনের আহবানও জানান তিনি।