1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
মাধবপুরে তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে উপজেলা তাঁতি দলের আনন্দ মিছিল অর্থনীতিতে অবদান রাখায় সিআইপি অ্যাওয়ার্ড পেলেন ফেনীর সোহেল ভূঁইয়া খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন পোস্ট জাইমা রহমানের, দেশে ফিরে পাশে থাকার প্রত্যয় ঠাকুরগাঁওয়ে বিসিক প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরুপণ প্রতিবেদনের জনমত যাচাই সংক্রান্ত মতবিনিময় সভা রংপুর বিভাগে সাড়ে ১১ মাসে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৯৯১০টি অভিযানে ৩০২৭ টি মামলা ৩১৫২ জন গ্রেপ্তার ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান নিকডু শিক্ষক সমিতির আয়োজনে জার্নাল ও গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন শহীদ শরিফ ওসমান হাদি হত্যা মামলার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে: আইন উপদেষ্টা আসিফ নজরুল আইনশৃঙ্খলা উপদেষ্টা পরিষদের ১৮তম সভা নির্বাচন, ডেভিল হান্ট ফেইজ-২, বড়দিন ও থার্টি ফার্স্ট নাইটে সর্বোচ্চ নিরাপত্তা দিনাজপুরের বীরগঞ্জে হিন্দু কৃষকের ১২একর ধানের পালায় অগ্নিসংযোগ: নিঃস্ব দুই পরিবার।

আওয়ামী লীগের ইশতেহারে শুধু বড় বড় কথা আছে: বিএনপি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১২৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের ঘোষিত নির্বাচনী ইশতেহার প্রত্যাখান করেছে বিএনপি। দলটি বলছে, জোরপূর্বক যারা ক্ষমতায় থেকে দেশের উন্নয়ন করতে পারে নাই, তারা আবার ৭ই জানুয়ারি নির্বাচনের ইশতেহার দিয়েছে। এতে শুধু বড় বড় কথা আছে। আর এই নির্বাচন জনগণ গ্রহণ করবে না। বিএনপি এটা (ইশতেহার) প্রত্যাখান করেছে।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে লিফলেট বিতরণপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির নেতারা এসব কথা বলেন। সকালে প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে নেতাকর্মীদের নিয়ে সাধারণ মানুষদের মধ্যে লিফলেট বিতরণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, আজকে এদেশে গণতন্ত্রের নামে প্রহসন চলছে। নির্বাচনী খেলা চলছে। আমি আর ডামিরা মিলে নির্বাচন চলছে। এই নির্বাচনে জনগণের মত প্রকাশের কোন সুযোগ নাই। এখানে কোন বিরোধী রাজনৈতিক দল অংশগ্রহণ করছে না।

কাজেই এই নির্বাচনে জনমতের প্রতিফলন হবে না। কারণ সরকারবিরোধী কোন পক্ষ এই নির্বাচনে নাই। সেকারণে এই নির্বাচনে ভোট দেয়ার কোন সুযোগ নাই। সেজন্য দেশের মানুষ এই নির্বাচন বর্জন করবে।

‘এই নির্বাচন একটা অবৈধ সরকার, দুর্নীতিবাজ, দেশের অর্থ সম্পদ লুটকারী এবং মানুষের অধিকার হরণকারী একটা সরকারের মেয়াদ বৃদ্ধির অপচেষ্টা মাত্র। আপনারা তাদেরকে না বলুন। আপনারা তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে এই নির্বাচনী খেলা ব্যর্থ করে দিন।’

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, এতে বড় বড় কথা আছে। কিন্তু গতকালই বাংলাদেশের এই ঢাকা মহানগর ছিলো বায়ুদূষণের সারা দুনিয়াতে শীর্ষে। তারা (আওয়ামী লীগ) বলেন, দেশ উন্নয়নের রোল মডেল হয়েছে। কি উন্নয়ন হলো তাহলে হলে? আপনারা এই ঢাকা শহরকে বায়ুদূষণে শীর্ষ করেছেন!

সরকার পতনের লড়াইয়ে আমরা বিজয়ী হবো এবং দেশের জনগণ বিজয় হবে বলেও মন্তব্য করেন নজরুল ইসলাম।

এসময় মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ দলটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এরআগে সকালে নেতাকর্মীদের নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে লিফলেট বিতরণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। লিফলেট বিতরণের আগে সাংবাদিকদের তিনি বলেন, আগামী ৭ই জানুয়ারি অবৈধ নির্বাচন। এই ইশতেহার আমরা প্রত্যাখান করি। কারণ জোরপূর্বক যারা ক্ষমতায় থেকে দেশের উন্নয়ন করতে পারে নাই, তারা আবার ৭ই জানুয়ারি নির্বাচনের ইশতেহার দিয়েছে। কিন্তু সেই নির্বাচন জনগণ গ্রহণ করবে না। বিএনপি এটা প্রত্যাখান করেছে।

জয়নুল আবেদিন ফারুক বলেন, আমাদের এই চলমান আন্দোলনে সংকট সমাধানের জন্য জনগণ আমরা সম্পৃক্ত করেছি। আর রাষ্ট্রীয় সন্ত্রাস ও প্রশাসনকে দিয়ে বিএনপিকে আজ সরকার ধ্বংস করার হীন প্রচেষ্টা চালাচ্ছে। তাই আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকার পতনের আন্দোলনে ছিলাম। এখন যদি কোন অঘটন ঘটে তার দায়-দায়িত্ব সরকারকে বহন করতে হবে।

তিনি আরো বলেন, আগামী ১লা জানুয়ারি থেকে আন্দোলনে জনগণকে আরো সম্পৃক্ত করে ৭ তারিখের নির্বাচন মানুষ বর্জন করবে। সেই বর্জনের মধ্যে দিয়ে সরকার পদত্যাগ করতে বাধ্য হবে। আর বিএনপির আন্দোলন সফল ও ফলপ্রসূ হবে।

পরে নেতাকর্মীদের নিয়ে দোকানদার, রিকশা চালক ও সাধারণ মানুষদের মাঝে লিফলেট বিতরণ করেন ফারুক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com