1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
খালেদা জিয়ার এন্ডোস্কোপি সফল, অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ — করা হয়েছে ছোট অস্ত্রোপচারও মানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত গড়ছে ‘বিশ্ব গণমানুষ সেবা ফাউন্ডেশন’ ফায়ার সার্ভিসের ভলান্টিয়ারদের সুযোগ-সুবিধা প্রদান ও প্রশিক্ষণের মান বৃদ্ধির চিন্তাভাবনা করছে সরকার- স্বরাষ্ট্র উপদেষ্টা ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কিছু দল: আমিনুল হক আমরা পুরান রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই, এবি পার্টির মজিবুর রহমান মঞ্জু “খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক”— আবেগঘন স্ট্যাটাসে আসিফ আকবর দাউদকান্দিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল এশিয়া থেকে আন্তর্জাতিক নেতৃত্বে তারেক রহমান—নেতাকর্মীদের দৃঢ় প্রত্যাশা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারটি হলের নাম চূড়ান্তভাবে পরিবর্তন ✦ এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে দেখতে পৌঁছেছেন ডা. জুবাইদা রহমান ✦

সেঞ্চুরির পর উইলিয়ামসনকে থামালেন তাইজুল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩
  • ১৪৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দলীয় ১৭৫ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছিল নিউজিল্যান্ড। সেখানে থেকেই প্রতিরোধ গড়ে ঘুরে দাঁড়াতে অবদান রাখেন কেন উইলিয়ামসন-গ্লেন ফিলিপস জুটি। এই জুটিতেই বড় সংগ্রহের স্বপ্ন বুনেছিল কিউইরা। তবে দলীয় ২৫১ রানের মাথায় তাদের ৭৮ রানের জুটি ভাঙেন খণ্ডকালীন স্পিনার মুমিনুল হক। তার দারুণ এক ডেলিভারিতে স্লিপে ক্যাচ দিয়ে ফেরার আগে ৪২ রানের ইনিংস খেলেন ফিলিপস। ফিলিপস ফিরলেও অন্যপ্রান্ত আগলে রেখে ঠিকই সেঞ্চুরি তুলে নিয়েছেন কেন উইলিয়ামসন। এটি তার ক্যারিয়ারের ২৯তম সেঞ্চুরি। এ নিয়ে টানা চার ম্যাচে তিন অঙ্কের ম্যাজিক ফিগার ছুঁলেন সাবেক এই কিউই অধিনায়ক।

এর আগে, টাইগার ফিল্ডারের ব্যর্থতায় অন্তত দুইবার নিশ্চিত জীবন পেয়েছিলেন কেন উইলিয়ামসন। আর সুযোগ পেয়ে তা খুব ভালোভাবেই কাজে লাগান এই ব্যাটার। তবে সেঞ্চুরির পর খুব বেশি সময় ক্রিজে থাকতে পারেননি তিনি। শেষ বিকেলে তাইজুলের ঘূর্ণিতে বোল্ড হয়ে তারও বিদায় ঘণ্টা বেজেছে। প্যাভিলিয়নে ফেরার আগে ১১ চারের মারে খেলেছেন ১০৪ রানের দুর্দান্ত এক ইনিংস।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৮১ ওভারে ৭ উইকেটে ২৬২ রান করেছে সফরকারীরা। এখনও ৪৮ রানে পিছিয়ে আছে কিউইরা। ইশ সৌধির সঙ্গে ক্রিজে আছেন কাইল জেমিসন।

বুধবার (২৯ নভেম্বর) ম্যাচের দ্বিতীয় দিনে লাঞ্চ বিরতির পর ২ উইকেটে ৭৮ রানে দ্বিতীয় সেশন শুরু করে ব্ল্যাক-ক্যাপসরা। এ সময়ে সাবলীল উইলিয়ামসনের সঙ্গে প্রতিরোধ গড়ার মনোবলে হেনরি নিকোলসের দেখা মিলে।

তবে খুব বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হননি নিকোলস। দলীয় ৯৮ রানের মাথায় সাজঘরে ফেরেন নিকোলস। ৪২ বলে ব্যক্তিগত ১৯ রানে তাকে ফেরান শরিফুল ইসলাম।

এরপর উইলিয়ামসনের সঙ্গে জুটি বাঁধেন ড্যারিল মিচেল। তাদের অনবদ্য জুটিতে এগোতে থাকে কিউইদের ইনিংস। তাদের ফেরানোর বেশ কয়েকটি চেষ্টায় ব্যর্থ হয়েছেন টাইগার বোলাররা।

উইকেটে থিতু হয়ে দ্রুতই ফিফটি হাঁকান উইলিয়ামসন। অন্যপ্রান্তে মিচেলও ব্যক্তিগত ৫০ এর কাছাকাছি ছিলেন। তবে ভাগ্য সহায় না হওয়ায় দলীয় ১৬৪ রানের মাথায় প্যাভিলিয়নে ফেরেন তিনি। তাইজুলের বলে ফেরার আগে খেলেন ৪১ রানের দারুণ এক ইনিংস।

এরপর তাইজুলের ভুলেই খেসারত দিচ্ছে লাল-সবুজ শিবির। চা বিরতিতে যাওয়ার আগেই বাংলাদেশের সামনে উইলিয়ামসনের উইকেট তুলে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের সামনে। তবে তা পারেননি তাইজুল।

চা বিরতিতে যাওয়ার আগে ৪ উইকেট হারিয়ে ১৬৮ রান তুলে কিউইরা।

চা বিরতি শেষে ক্রিজে নামা টম ব্লান্ডেলকেও বেশিক্ষণ ক্রিজে স্থায়ী হতে দেননি নাইম। কট-বিহাইন্ড হওয়ার আগে ৬ রানে ফেরেন উইকেটকিপার এই ব্যাটার।

ষষ্ঠ উইকেটে ফিলিপসকে নিয়ে পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়েন উইলিয়ামসন। এ নিয়ে এক ইনিংসে তৃতীয় পঞ্চাশ ছোঁয়া জুটির অংশ হন উইলিয়ামসন।

এর আগে, দিনের প্রথম বলে বাংলাদেশের শেষ উইকেটের পতন হয়। আগের দিন ১৩ রানে অপরাজিত থাকা শরিফুল ইসলামকে লেগ-বিফোর আউট করে বাংলাদেশ ইনিংসের ইতি টানেন কিউই অধিনায়ক টিম সাউদি। অন্যপ্রান্তে ৮ রানে অপরাজিত থাকেন তাইজুল ইসলাম।

বাংলাদেশের পক্ষে ওপেনার মাহমুদুল হাসান জয় সর্বোচ্চ ৮৬ রান করেন। এ ছাড়া অধিনায়ক নাজমুল হোসেন শান্ত-মমিনুল হক ৩৭ রান করে, নুরুল হাসান সোহান ২৯, অভিষিক্ত শাহাদাত হোসেন দিপু ২৪ ও মেহেদি হাসান মিরাজ ২০ রান করেন।

কিউইদের গ্লেন ফিলিপস ৫৩ রান খরচায় ৪ উইকেট নেন। কাইল জেমিসন-অ্যাজাজ প্যাটেল দুটি করে এবং ইশ সোধি-সাউদি একটি করে উইকেট নেন। প্রথম দিন শেষে ৮৫ ওভারে ৯ উইকেটে ৩১০ রান করেছিল বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com