দাউদকান্দি (কুমিল্ল) প্রতিনিধি : দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের কলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে ৷এতে নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৮২ লক্ষ ১২ হাজার ৫ টাকা ৷
মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের অর্থায়নে কলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে নবনির্মিত ভবনটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন—প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি ৷