রবিবার বেলা ১১ টায় গণভবনে স্ব-পরিবারে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করেন তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। বিকেলে এক ই-মেইল বার্তায় তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন খোকন সেরনিয়াবাতের নির্বাচনী মিডিয়া সেল। এছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও খোকন সেরনিয়াবাতের নৌকা মার্কার নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট বলরাম পোদ্দারও বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার দিবাগত রাতে খোকন সেরনিয়াবাতের নিজস্ব ফেসবুক আইডি থেকে একটি পোস্ট নিয়ে বরিশালজুড়ে ব্যাপক প্রশংসায় ভাসছেন নবনির্বাচিত সিটি মেয়র খোকন সেরনিয়াবাত।
ওই পোস্টে উল্লেখ করা হয়, আমি নিজের জন্য বরাদ্দকৃত বেতন ভাতা এবং সিটি কর্পোরেশন থেকে দেওয়া গাড়িও গ্রহণ করবোনা। বরং প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করবো আমার গাড়ির বদলে যেন বরিশাল নগরবাসীর স্বার্থে কয়েকটি অ্যাম্বুলেন্স উপহার দেয়া হয়।



