1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ অপরাহ্ন

আ. লীগ দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছে : টুকু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ১৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দীন টুকু বলেছেন, আওয়ামী লীগ দেশে ভয় ও ত্রাসের রাজত্ব কায়েম করেছে। এই সরকারের হাতে কোন মানুষ নিরাপদ নয়। সাংবাদিকরা নির্যাতিত হচ্ছে। গণমাধ্যমের ওপর নির্বিচার দমন-পীড়ন চালিয়ে আওয়ামী লীগ সরকার দেশে ভয়াবহ দুঃশাসন চালিয়ে যাচ্ছে।

টুকু বলেন, দেশব্যাপী সাংবাদিক হত্যা, বিরোধী দলের নেতা-কর্মী হত্যা, গুম, নির্যাতন-নিপীড়নের ফলে গণমাধ্যমসহ গোটা দেশের মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গণমাধ্যমের কণ্ঠকে নিস্তব্ধ করার জন্যই কালো আইনকে ব্যবহার করে চূড়ান্ত দমন চালানো হচ্ছে।

শুক্রবার বরিশাল বিভাগীয় যুবদলের প্রতিনিধি সভা, ইফতার ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমাতুল্লাহ, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, জাকির হোসেন নান্নু, হারুনুর রশিদ শিশির, দফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দীন মামুন, সহ সাংগঠনিক সম্পাদক দেওয়ান সুমন, মোস্তাফিজুর রহমান, সহ-প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম ফকির লিংকন, মাজেদুল ইসলাম রুমন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com