তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, যেসব এলাকায় গ্রাহকদের গ্যাস সরবরাহ ব্যাহত হতে পারে তার মধ্যে রয়েছে ঢাকা শহরের দক্ষিণাঞ্চলের কিছু এলাকা, জিনজিরা, কেরানীগঞ্জ, মেঘনাঘাট, সোনারগাঁও, হরিপুর, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ।
তিতাস গ্যাস জানিয়েছে, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এই সময়ের মধ্যে ৬০ কিলোমিটার দীর্ঘ বাখরাবাদ-সিদ্ধিরগঞ্জ ৩০ ইঞ্চি ব্যাসের ৬০ কিলোমিটার উচ্চচাপের সঞ্চালন পাইপলাইনের ‘ইন্টেলিজেন্ট প্লাগইন’ কার্যক্রম পরিচালনা করা হবে। সূত্র : ইউএনবি



