1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
আসন্ন নির্বাচনী মিছিলে জনগণের সঙ্গে থাকার প্রত্যয় তারেক রহমানের নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে— দৃঢ় ঘোষণা মহান বিজয় দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল শহীদের প্রতি শ্রদ্ধা রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও এমপি পদপ্রার্থীদের জন্য আগ্নেয়াস্ত্র লাইসেন্স নীতিমালা ২০২৫ জারি পানছড়িতে বিজিবির সামাজিক উন্নয়ন কার্যক্রম: নলকূপ, ঢেউটিন ও অনুদান বিতরণ বাজুসের প্রধান উপদেষ্টা হলেন সায়েম সোবহান আনভীর হাদি গুলির ঘটনায় ৩ দফা দাবি ডাকসু ভিপির, দ্রুত বাস্তবায়নের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার অর্থ পাচারের অভিযোগ মিথ্যা প্রমাণিত, অব্যাহতি পেল সাইমন ওভারসিজ আইএসটি’তে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত মাধবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

পঞ্চগড় শুভসংঘের এক বেলায় একমুঠো ভালোবাসা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
  • ৩০৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: পঞ্চগড়ের বেশিরভাগ শ্রমজীবী মানুষের প্রধান জীবিকা নদী থেকে পাথর তোলা। কখনো কড়া রোদে পুড়ে, কখনো বৃষ্টিতে ভিজে আবার কখনো হীমশীতল পানিতে নেমে নদীর তলদেশ থেকে নুড়ি পাথর তুলে আনে তারা। যুগ যুগ ধরে এই কষ্টসাধ্য কাজটি করে যাচ্ছে পঞ্চগড়ের হাজারো মানুষ।

নদী থেকে নুড়ি পাথর সংগ্রহ করে সেই পাথর বিক্রি করে চলে এই শ্রেণির মানুষের সংসারের চাকা। তাদের সংগ্রহ করা পাথর যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। এই পাথর শ্রমিকদের প্রতি সম্মান ও ভালোবাসা জানাতে ব্যতীক্রমী এক আয়োজন করে পঞ্চগড় শুভসংঘ।

পঞ্চগড় শুভসংঘের আয়োজনে করতোয়া নদীর তুলারডাঙ্গা এলাকায় সম্প্রতি পাথর শ্রমিকদের একবেলা খাবারের আয়োজন করে সংগঠনটি। দুপুরের কাঠফাঁটা রোদে শুভসংঘের বন্ধুরা নিজেরাই খিচুরি মাংস রান্না করে তা নিয়ে হাজির হয় নদীর পাড়ে। সেখানে কাজ করতে থাকা ৫০ জন পাথর শ্রমিককে সাথে নিয়ে দুপুরের খাবার খায় শুভসংঘের সদস্যরা।

ব্যতিক্রমী এই আয়োজনে বিস্মিত হন পাথর শ্রমিকরা। নানা গল্প গুজব আর হাসি ঠাট্টার মধ্য দিয়ে দুপুরের খাবার পর্ব শেষ করেন তারা। সাইফুল ইসলাম নামে এক শ্রমিক বলেন, এমনভাবে আমাদের জন্য কেউ কখনো ভালোবাসা প্রকাশ করেনি। শুভসংঘের এই ভালোবাসা আমাদের মতো শ্রমজীবী মানুষকে আরো উৎসাহ জোগাবে। আমরা আশা করি শুভসংঘের সদস্যদের মতো তরুণদের হাত ধরেই সমাজে শুভ কাজ আরো তরান্বিত হবে।

পঞ্চগড় শুভসংঘের সভাপতি ফিরোজ আলম রাজিব বলেন, কিছু কাজের কোনো প্রাপ্তি থাকে না, থাকে আত্মতৃপ্তি ও মনের আনন্দ। আমরা সেই কাজটিই করেছি। আমরা সবাই শ্রমজীবী মানুষদের সাথে নিয়ে একবেলা খাবার খেয়েছি। তারা যে কতটা খুশি হয়েছে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা তাদের মুখে এই হাসিটুকুই দেখতে চেয়েছিলাম এবং আমরা সফল হয়েছি। আমরা লক্ষ্য করেছি এই শ্রেণির মানুষেরা দিন এনে দিন খায়। তাদের মধ্যে কোন লোভ নেই। খুব সাধারণ জীবন যাপন করে তারা। কিন্তু কেউ কেউ তাদের ছোট করে দেখে এবং তাদের তেমন মূল্যায়ন করা হয় না। আমরা চাই শ্রমজীবী মানুষের পাশে থাকতে এবং শুভ কাজে সবার পাশে থাকতে।

শ্রমিকদের প্রতি এক মুঠো ভালোবাসা বিলিয়ে দেওয়ার এই কাজে অংশ নেয় শুভসংঘ পঞ্চগড় জেলা শাখার সভাপতি ফিরোজ আলম রাজিব, সাধারণ সম্পাদক নুর ইসলাম আলিফ, সহসভাপতি হৃদয় চন্দ্র সিংহ, সহসভাপতি ইমরান নাজির, যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের রহমান বাপ্পী, ইয়ানুর আক্তার, নওমীন জাহান ঝুমুর, আকাশ, জান্নাতুন মিরানা, হ্যাপি, সাথী, মুন, সুব্রত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com