1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লা-১ এ ধানের শীষের গণজোয়ার, উন্নত বাংলাদেশের ডাক অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নির্বাচনী প্রচারণায় হামলা- প্রশাসন নিরব খুলনায় ১১ দলীয় জোটের নিবাচনী জনসভা অনুষ্ঠিত। স্থায়ী পুনর্বাসন ও সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতি আমিনুল হকের সচিবের ইচ্ছায় এবার বিটিভির প্রধান প্রকৌশলী হচ্ছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শীর্ষ নেতা ইঞ্জিনিয়ার মো: মনিরুল ইসলাম দাউদকান্দিতে ধানের শীষের পক্ষে গণজোয়ার, মারুকা–বিটেশ্বরে ড. মোশাররফ হোসেনের জনসভায় জনসমর্থনের বিস্ফোরণ মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: পুলিশের বিশেষ অভিযানে প্রধান দুই আসামি গ্রেফতার ২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান: জনসমুদ্রে রূপ নিল সার্কিট হাউজ মাঠ আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন, ডেভিল হান্ট ফেইজ–২ এ ২২ হাজারের বেশি গ্রেফতার — স্বরাষ্ট্র উপদেষ্টা কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা): ধানের শীষে ভোটের ডাক, ঘরে ঘরে গণসংযোগে বিএনপি নেতৃবৃন্দ

কুমিল্লা-১ এ ধানের শীষের গণজোয়ার, উন্নত বাংলাদেশের ডাক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

এস এম শাহ্ জালাল সাইফুল কুমিল্লা :
কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা) আসনে বিএনপির প্রার্থী, দলের স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে মেঘনা উপজেলায় দিনব্যাপী গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেন, ধানের শীষ সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রতীক।
তিনি বলেন, ইতিহাস সাক্ষ্য দেয়—ধানের শীষের দল রাষ্ট্রক্ষমতায় থাকলেই দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হয়েছে, মানুষ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের জীবন পেয়েছে। আগামী দিনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে একটি উন্নত, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে আসন্ন ফেব্রুয়ারির নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
বুধবার (আজ) মেঘনা উপজেলার কান্দারগাঁও, বড়কান্দা, হরিপুর, রামপুর, সোনাকান্দা, সাতানি, চন্দনপুর ও বড় সাপমারাসহ বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত গণসংযোগ ও পথসভায় এসব কথা বলেন ড. খন্দকার মারুফ হোসেন।
তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের দমন-পীড়নের শিকার হয়ে তারেক রহমান দীর্ঘদিন নির্বাসনে ছিলেন। আজ তিনি দেশে ফিরে বিএনপির নেতৃত্ব দিচ্ছেন। জনগণের রায় পেলে তারেক রহমান শুধু দলের নয়, দেশেরও হাল ধরবেন। তাঁর নেতৃত্বেই সম্ভব একটি নতুন, উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া। তারেক রহমানের প্রত্যাবর্তনে দেশের মানুষ নতুন আশায় বুক বাঁধছে।
ড. খন্দকার মারুফ আরও বলেন, এখন সারা দেশে ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। মাঠে-ঘাটে, হাটে-বাজারে একটাই স্লোগান—ধানের শীষের জয়গান। জনগণ পরিবর্তন চায়, জনগণ গণতন্ত্র ফেরত চায়।
বিএনপির রাষ্ট্রচিন্তা তুলে ধরে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় জনগণের সরকার অপরিহার্য। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের জন্য চালু করা হবে কৃষি কার্ড—যার মাধ্যমে কম দামে সার, বীজ, কীটনাশক, কৃষি সরঞ্জাম এবং সহজ শর্তে কৃষিঋণ পাওয়া যাবে।
মা-বোনদের জন্য থাকবে ফ্যামিলি কার্ড, যার মাধ্যমে সংসার পরিচালনায় নগদ সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে অবারিত সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
এ জন্য তিনি কুমিল্লা–১ আসনে ধানের শীষের প্রার্থী ড. খন্দকার মোশাররফ হোসেনকে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন বায়েজিদ, বিএনপি নেতা মো. রমিজউদ্দিন লন্ডনী, মো. আজহারুল হক শাহীন, আবদুল অদুদ মুন্সি, মো. মিজানুর রহমান, সালাহউদ্দিন সরকার, দিলারা শিরীন, আবু ইউসুব নয়ন, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সাবেক সভাপতি ভিপি শাহাবউদ্দিন ভুইয়া, মেঘনা উপজেলা সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব রোমান খন্দকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com