ময়মনসিংহ প্রতিনিধি |
দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহ সফরে এসে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে সার্কিট হাউজ মাঠের মঞ্চে উঠতেই মুহুর্মুহু করতালি ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সমাবেশস্থল। হাত নেড়ে নেতাকর্মী-সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন তিনি।
সারা দেশে নির্বাচনি প্রচারের অংশ হিসেবে দুপুরে সড়কপথে ময়মনসিংহ পৌঁছান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। ২০০৩ সালের পর এটিই তার প্রথম ময়মনসিংহ সফর—যাকে ঘিরে দিনভর নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
কানায় কানায় পূর্ণ সার্কিট হাউজ মাঠ
সমাবেশকে কেন্দ্র করে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি, মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে সমাবেশে যোগ দেন। পাশাপাশি জামালপুর, নেত্রকোণা ও শেরপুর জেলা থেকেও বাসে করে হাজারো নেতাকর্মী ও সমর্থক আসেন। দুপুর আড়াইটার পর থেকেই সার্কিট হাউজ মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে।
উপস্থিত ২৪ আসনের ধানের শীষের প্রার্থীরা
সমাবেশে ময়মনসিংহ বিভাগের ২৪টি আসনের বিএনপির প্রার্থীরা উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ জেলার প্রার্থীরা
ময়মনসিংহ-১: সৈয়দ এমরান সালেহ প্রিন্স
ময়মনসিংহ-২: মোতাহার হোসেন তালুকদার
ময়মনসিংহ-৩: এম ইকবাল হোসেইন
ময়মনসিংহ-৪: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ময়মনসিংহ-৫: মোহাম্মদ জাকির হোসেন
ময়মনসিংহ-৬: আখতারুল আলম
ময়মনসিংহ-৭: মাহাবুবুর রহমান
ময়মনসিংহ-৮: লুৎফুল্লাহেল মাজেদ
ময়মনসিংহ-৯: ইয়াসের খান চৌধুরী
ময়মনসিংহ-১০: মোহাম্মদ আক্তারুজ্জামান
ময়মনসিংহ-১১: ফখর উদ্দিন আহমেদ
জামালপুর জেলার প্রার্থীরা
জামালপুর-১: এম রশিদুজ্জামান মিল্লাত
জামালপুর-২: এ ই সুলতান মাহমুদ বাবু
জামালপুর-৩: মোস্তাফিজুর রহমান বাবুল
জামালপুর-৪: ফরিদুল কবীর তালুকদার
জামালপুর-৫: শাহ মো. ওয়ারেছ আলী মামুন
নেত্রকোনা জেলার প্রার্থীরা
নেত্রকোনা-১: কায়সার কামাল
নেত্রকোনা-২: আনোয়ারুল হক
নেত্রকোনা-৩: রফিকুল ইসলাম হিলালী
নেত্রকোনা-৪: লুৎফুজ্জামান বাবর
নেত্রকোনা-৫: আবু তাহের তালুকদার
শেরপুর জেলার প্রার্থীরা
শেরপুর-১: সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা
শেরপুর-২: মোহাম্মদ ফাহিম চৌধুরী
শেরপুর-৩: মাহমুদুল হক রুবেল
সভাপতিত্ব ও সঞ্চালনা
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলুর সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ। এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার এবং উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
সমাবেশ ঘিরে নেতাকর্মীদের উপস্থিতি ও জনস্রোত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সাংগঠনিক শক্তি ও মাঠপর্যায়ের প্রস্তুতিরই প্রতিফলন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।