এস এম শাহ্ জালাল সাইফুল : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬ ষষ্ঠ দিনে কুমিল্লা–১ (দাউদকান্দি–মেঘনা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষে নির্বাচনী মাঠে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে বিএনপির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার ড. খন্দকার মারুফ হোসেন ১০ নং মারুকা ইউনিয়নের প্রতিটি গ্রামে ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার জন্য উদাত্ত আহ্বান জানান।
গণসংযোগকালে ব্যারিস্টার ড. খন্দকার মারুফ হোসেন বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিকল্প নেই। এই আসনের উন্নয়ন, মানুষের ন্যায়বিচার ও রাজনৈতিক মর্যাদা নিশ্চিত করতে বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেনই যোগ্য প্রার্থী।”
তিনি ভোটারদের উদ্দেশে আরও বলেন, “১২ ফেব্রুয়ারি ফজরের নামাজের পরপরই সবাই কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। শুধু ভোট দিলেই দায়িত্ব শেষ নয়—ভোট গণনা শেষ হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করে নিজের ভোট নিজেই বুঝে নিতে হবে।”
এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম.এ. লতিফ ভূঁইয়া, সাবেক ছাত্রনেতা ভিপি সাহাবুদ্দিন, দাউদকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক রোমান খন্দকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
গণসংযোগ কর্মসূচিকে ঘিরে ১০ নং মারুকা ইউনিয়নের সর্বত্র নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে এবং কুমিল্লা–১ আসনে গণতন্ত্রের বিজয় নিশ্চিত হবে।