দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : ২৬ জানুয়ারি ২০২৬—
দাউদকান্দি উপজেলায় রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হলো। গোয়াল মারী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সোহেল প্রদান শতাধিক নেতাকর্মীসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-তে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
আজ সোমবার গোয়ালমারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সেন্দী বিএনপি অফিসে উদ্যোবদন আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে বিএনপি নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার ড. খন্দকার মারুফ হোসেন ফুল দিয়ে নতুন যোগদানকারীদের বরণ করে নেন। এ সময় তিনি বলেন, “জনআকাঙ্ক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বিএনপি আজ আরও শক্তিশালী হলো।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা পৌর বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ সরকার সেলিম, দাউদকান্দি বিএনপির সাবেক যুগ্ম চেয়ারম্যান আহমদ তালুকদার, বিএনপির যুগ্ম সম্পাদক এ. সাত্তার, ভিপি সাহাবুদ্দিন এবং গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান উদ্দিন রেনু মুন্সিসহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
স্থানীয় রাজনীতিতে এ যোগদানকে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, তৃণমূল পর্যায়ে এই সমাবেশ ও দলবদল বিএনপির সাংগঠনিক ভিত্তিকে আরও সুদৃঢ় করবে এবং আসন্ন রাজনৈতিক কর্মসূচিতে নতুন গতি সঞ্চার করবে।