নিজস্ব প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা–২ (হোমনা–তিতাস) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে সক্রিয় প্রচারণা চালাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক এপিএস, সাবেক সচিব ও ইঞ্জিনিয়ার আঃ মতিন খান। তিনি দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ওই আসনের প্রবাসী ভোটারদের উদ্দেশে তালা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।
সম্প্রতি দেওয়া এক বার্তায় আঃ মতিন খান হোমনা ও তিতাস উপজেলার সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে বলেন, হোমনা–তিতাসের জনমানুষের প্রিয় নেতা মরহুম এম কে আনোয়ার ও ড. খন্দকার মোশাররফ হোসেনের অসমাপ্ত উন্নয়ন কাজগুলো সম্পন্ন করতে তিনি একজন দায়িত্বশীল ও যোগ্য প্রার্থী।
তিনি নিজেকে এলাকার সন্তান হিসেবে পরিচয় করিয়ে দিয়ে বলেন, বহিরাগত প্রার্থীর তুলনায় এলাকার মানুষের প্রতি তার দায়বদ্ধতা অনেক বেশি। গত প্রায় ২৫ বছর ধরে তিনি এই অঞ্চলের উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত রয়েছেন এবং এলাকার বাস্তব সমস্যা ও চাহিদা সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত।
আঃ মতিন খান আরও বলেন, হোমনা–তিতাসের বহুমুখী উন্নয়ন বাস্তবায়নে তার রয়েছে সুস্পষ্ট, বাস্তবভিত্তিক ও দীর্ঘমেয়াদি মেগা উন্নয়ন পরিকল্পনা। জনগণ তাকে সংসদে পাঠালে হোমনা ও তিতাস উপজেলাকে একটি আধুনিক ও আদর্শ মডেল উপজেলায় রূপান্তর করা হবে—ইনশাআল্লাহ।
তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, নির্বাচিত হলে হোমনা–তিতাসে সন্ত্রাস, চাঁদাবাজি ও কমিটি বাণিজ্যের কোনো স্থান থাকবে না। পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে কারিগরি কলেজ, নার্সিং ইনস্টিটিউটসহ আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি।
বেকারত্ব দূরীকরণে দেশ-বিদেশে দক্ষ জনশক্তি হিসেবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং যুব সমাজকে প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে গড়ে তোলার প্রতিশ্রুতিও দেন এই স্বতন্ত্র প্রার্থী।
সবশেষে হোমনা–তিতাসের মান-সম্মান, উন্নয়ন ও অস্তিত্ব রক্ষার স্বার্থে প্রবাসী ভোটারদের পাশাপাশি তাদের পরিবার-পরিজন ও আত্মীয়স্বজনদেরও তালা মার্কায় ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানান আঃ মতিন খান। একই সঙ্গে তিনি অতীতের মতো ব্যালটের মাধ্যমেই বহিরাগত প্রার্থীকে প্রত্যাখ্যান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।