1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
অপরাজেয়তার উত্তরাধিকার: বেগম খালেদা জিয়ার রাজনৈতিক মহিমা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার রিয়াজুল হক সাগর, রংপুর। খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দাউদকান্দিতে দোয়া ও মিলাদ মাহফিল রাজনীতির ঊর্ধ্বে নাগরিক শোক: খালেদা জিয়ার স্মরণে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ব্যতিক্রমী শোকসভা সত্য, আদর্শ ও মেধার শতবর্ষী অভিযাত্রা ইনকিলাব মঞ্চের মুখপাত্রের ভাই ওমর বিন হাদির কূটনৈতিক নিয়োগ উত্তরার সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড: এক পরিবারের তিনজনসহ নিহত ৫ মার্কিন শীর্ষ বাণিজ্য কর্মকর্তার সঙ্গে তারেক রহমানের ভার্চুয়াল বৈঠক, বাংলাদেশ–যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় বিএনপির সমর্থন স্পষ্ট জুরাইনে সশস্ত্র হামলায় পাপ্পু শেখ হত্যা: প্রধান আসামি বাপ্পারাজ গ্রেফতার এলপিজি সংকটে নিয়ন্ত্রক সংস্কারের তাগিদ

অপরাজেয়তার উত্তরাধিকার: বেগম খালেদা জিয়ার রাজনৈতিক মহিমা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভা শুধু এক নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন নয়—এটি বাংলাদেশের রাজনীতিতে নৈতিকতা, সহনশীলতা ও উদারতার এক অনন্য দৃষ্টান্তকে পুনরুচ্চারিত করেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘অপরাজেয় বেগম খালেদা জিয়া’ শীর্ষক এই সভায় বিশিষ্টজনদের বক্তব্যে যে সুরটি স্পষ্ট হয়েছে, তা হলো—তিনি ছিলেন প্রতিহিংসার ঊর্ধ্বে থাকা এক মমতাময়ী, দৃঢ়চেতা ও অপরাজেয় নেত্রী।
বক্তারা মরহুম নেত্রীর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, কারাবাস ও রাষ্ট্রীয় নিপীড়নের মধ্যেও তার চারিত্রিক দৃঢ়তা ও মানবিক পরিমিতিবোধের প্রশংসা করেন। বিশেষ করে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর তার শেষ ভাষণে জাতীয় ঐক্য ও উদারতার আহ্বান আজকের বিভক্ত রাজনীতিতে এক পথনির্দেশক দলিল হিসেবে বিবেচিত হচ্ছে।
দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম স্মরণ করিয়ে দেন—বছরের পর বছর চিকিৎসাবঞ্চনা ও বন্দিত্বের মধ্যেও বেগম জিয়ার কণ্ঠে বিদ্বেষের অনুপস্থিতি ছিল বিস্ময়কর। ৭ আগস্টের বাণীতে শান্তির যে আহ্বান তিনি রেখেছেন, তা বিশ্ব রাজনীতির বিরল উদাহরণ। গবেষক মহিউদ্দিন আহমেদ তার জীবনকে ত্যাগ ও উত্থানের মহাকাব্য হিসেবে আখ্যায়িত করে আশির দশকে দল সংগঠনে তার আপসহীন নেতৃত্বের কথা তুলে ধরেন—যা নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য প্রেরণার উৎস।
যায়যায়দিন সম্পাদক শফিক রেহমান আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বলেন, বেগম খালেদা জিয়ার প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে তখনই, যখন জনগণ উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান শহীদ জিয়া ও খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকারের দায়িত্ব ও চ্যালেঞ্জের কথা উল্লেখ করে তারেক রহমানের নেতৃত্বের প্রসঙ্গ উত্থাপন করেন। নিউ এজ সম্পাদক নূরুল কবীর রাজনৈতিক প্রতিপক্ষের নির্যাতনের মুখেও কুরুচিপূর্ণ ভাষা পরিহারের মাধ্যমে বেগম জিয়ার রুচিশীলতা ও পরিমিতিবোধের দৃষ্টান্ত স্মরণ করান।
অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, খালেদা জিয়ার সততা ও দেশপ্রেম প্রশ্নাতীত। অতীতের বিতর্কিত বিচারের ক্ষত সত্ত্বেও আজ মানুষের অবারিত ভালোবাসা—জুলাই গণ-অভ্যুত্থানের পর মুক্ত পরিবেশেরই প্রতিফলন।
এই শোকসভা আমাদের স্মরণ করিয়ে দেয়—রাজনীতি কেবল ক্ষমতার লড়াই নয়; এটি নৈতিকতা, সহমর্মিতা ও জাতীয় ঐক্যের সাধনা। বেগম খালেদা জিয়ার উত্তরাধিকার সেই রাজনীতিরই আহ্বান জানায়—যেখানে প্রতিহিংসা নয়, সংযম; বিভাজন নয়, ঐক্যই ভবিষ্যতের পথ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com