দাউদকান্দিতে যুবদল নেতাকে পিটিয়ে পা থেঁতলে দেওয়ার অভিযোগ, নেপথ্যে জামায়াতে যোগদানের চাপ।
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি :
কুমিল্লার দাউদকান্দি উপজেলার বারোপাড়া ইউনিয়নে আবুল বাশার বাদশা নামে এক যুবদল নেতাকে পূর্বপরিকল্পিতভাবে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার খবর পাওয়া গেছে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে, জামায়াতে ইসলামীতে যোগ দিতে অস্বীকৃতি জানানো এবং অব্যাহত চাপের মুখে নতি স্বীকার না করায় এই হামলার শিকার হয়েছেন তিনি।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, আবুল বাশার বাদশা বারোপাড়া ইউনিয়ন যুবদলের রাজনীতির সাথে জড়িত। গত বেশ কিছুদিন ধরে তাকে অজ্ঞাতনামা ব্যক্তিরা ফোনে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়ার জন্য চাপ প্রয়োগ (প্রেশার ক্রিয়েট) করে আসছিল।
গত [বার/তারিখ] আবুল বাশার বাদশা বারোপাড়া ইউনিয়ন মেম্বার ও সাংবাদিক আনিছুর রহমান খানের বাসার উদ্দেশ্যে রওনা হন। পথে ওত পেতে থাকা একদল হামলাকারী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। অভিযোগ উঠেছে, হামলাকারীরা জামায়াত ইসলামের রাজনীতির সাথে সম্পৃক্ত।
হামলার ধরন ও নৃশংসতা
হামলাকারীরা বাদশার গাড়ির গতিরোধ করে চালককে মারধর করে এবং গাড়ির ব্যাকডালা খুলে নিজেদের সাথে আনা দেশীয় অস্ত্র বের করে আতঙ্ক সৃষ্টি করে। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা একপর্যায়ে ফেসবুক লাইভ করে দম্ভোক্তি প্রদর্শন করে এবং আবুল বাশার বাদশাকে এলোপাতাড়ি পিটিয়ে তার দুটি পা থেঁতলে দেয়। এসময় তার কাছ থেকে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ পাওয়া গেছে।
পুলিশের উপস্থিতি ও গ্রামবাসীর উদ্ধার
খবর পেয়ে দাউদকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বাদশাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তবে প্রাথমিক পর্যায়ে পুলিশের উদ্ধারকাজেও বাধা দেওয়ার চেষ্টা করা হয়। পরবর্তীতে গ্রামবাসী জড়ো হতে থাকলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গ্রামবাসীরা আহত বাদশাকে উদ্ধার করে দ্রুত দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বর্তমান অবস্থা
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক বাদশার শারীরিক অবস্থার অবনতি এবং দুই পায়ের জখম গুরুতর দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীর পরিবার এই নৃশংস হামলার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।