বঙ্গ নিউজ বিডি প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ বিরাজ করছে।
প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানাজা ও দাফনের সময়সূচি এবং নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবন মাঠ ও মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে।
নিরাপত্তাজনিত কারণে জানাজায় অংশগ্রহণকারীদের কোনো ধরনের ব্যাগ, ভারী সামগ্রী বা সন্দেহজনক বস্তু সঙ্গে না নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের কার্যক্রম সম্পন্ন হওয়ায়, দাফনস্থলে সাধারণ জনগণের প্রবেশাধিকার থাকবে না।
জানাজা শেষে আনুমানিক বেলা সাড়ে ৩টায় শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে।
রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া টানা ৪১ বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতৃত্ব দিয়েছেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিতি লাভ করেন। তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং তিনবার প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
প্রয়াত এই নেত্রী গত ৪০ দিন ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি, তার জানাজার দিন বুধবার (৩১ ডিসেম্বর) এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।