নিজস্ব প্রতিবেদক : আজ দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন।
দীর্ঘদিন সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফেরার পর এটি তারেক রহমানের সঙ্গে ড. মোশাররফ হোসেনের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। বৈঠকে দলীয় সাংগঠনিক পরিস্থিতি, সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং আন্দোলন-কৌশল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
সাক্ষাৎকালে ড. খন্দকার মোশাররফ হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তারেক রহমান এবং চিকিৎসা শেষে সুস্থভাবে দেশে ফেরায় সন্তোষ প্রকাশ করেন। এ সময় বিএনপির শীর্ষ নেতৃত্বের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ লক্ষ্য করা যায়।
বৈঠকটি বিএনপির অভ্যন্তরীণ ঐক্য ও রাজনৈতিক প্রস্তুতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।