এসব এমন শাহ্ জালাল সাইফুল : আলহামদুলিল্লাহ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. খন্দকার মোশাররফ হোসেন সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে সফল চিকিৎসা শেষে আজ কিছুক্ষণ আগে বাংলাদেশে পৌঁছেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) রাতের দিকে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় দলের নেতাকর্মী ও স্বজনরা তাকে স্বাগত জানান।
ড. খন্দকার মোশাররফ হোসেনের শারীরিক অবস্থা আগের তুলনায় অনেকটাই উন্নত হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। তার পরিবার সূত্রে জানা গেছে, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আপাতত তিনি বিশ্রামে থাকবেন এবং নিয়মিত ফলোআপ চিকিৎসা চলবে।
দীর্ঘদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তার সুস্থ হয়ে দেশে প্রত্যাবর্তনে বিএনপির নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।