নিজস্ব প্রতিনিধি : কুমিল্লার দাউদকান্দি উপজেলার জুরানপুর গ্রামের ইয়াকুব আলী সরকারের বড় ছেলের নাতনি মাহাদিয়া সরকারি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাওয়ায় পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মাঝে আনন্দের বন্যা বইছে।
মাহাদিয়া জয়পুরহাট সরকারি গার্লস হাই স্কুলের সিনিয়র শিক্ষিকা নুরুন্নাহার জেসমিনের বড় মেয়ে। তিনি চলতি বছরের বাংলাদেশ মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় ৬৩৮তম স্থান অর্জন করে রাজধানীর স্বনামধন্য সরকারি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান। ছোটবেলা থেকেই মাহাদিয়া মেধাবী, শৃঙ্খলাপরায়ণ ও অধ্যবসায়ী শিক্ষার্থী হিসেবে শিক্ষক ও সহপাঠীদের কাছে পরিচিত।
মাহাদিয়ার পরিবার মুক্তিযুদ্ধ ও শিক্ষা-সংস্কৃতির গৌরবোজ্জ্বল ঐতিহ্যে সমৃদ্ধ। তার নানা বীর মুক্তিযোদ্ধা ও ইবি (অব.)-এর সিনিয়র অর্ডিন্যান্স অফিসার মো. নজরুল ইসলাম সরকার। পরিবারের আরেক সদস্য মাহাদিয়ার বাবা মিজানুর রহমান একজন চাকরিজীবী। পরিবারে শিক্ষাবান্ধব পরিবেশ ও নৈতিক মূল্যবোধের চর্চাই মাহাদিয়ার এই সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে বলে মনে করছেন স্বজনরা।
মাহাদিয়ার এই সাফল্যে সাংবাদিক এস. এম. শাহজালাল সাইফুল—সম্পাদক ও প্রকাশক বঙ্গ নিউজ বিডি২৪ ডটকম, সিনিয়র রিপোর্টার ও বার্তা সম্পাদক দৈনিক বাংলাদেশের আলো, এবং দৈনিক শীর্ষ অপরাধ—আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে তিনি মাহাদিয়ার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন,
“মাহাদিয়া যেন একজন মানবিক চিকিৎসক হিসেবে গড়ে উঠে অসহায় ও দুস্থ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারে—এই দোয়া রইল।”
এদিকে মাহাদিয়ার সাফল্যে তার নানা-নানি, দাদা-দাদি, বাবা-মা, আত্মীয়স্বজনসহ এলাকাবাসী গভীর গর্ব ও আনন্দ প্রকাশ করেছেন। অনেকেই মনে করছেন, মাহাদিয়ার এই অর্জন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং শিক্ষা-সাফল্যের ধারাকে আরও সমৃদ্ধ করবে।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা মাহাদিয়াকে অভিনন্দন জানিয়ে তার শিক্ষাজীবনের ধারাবাহিক সাফল্য ও সুস্থ, সুন্দর ভবিষ্যৎ কামনা করেছেন।