বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : স্থানীয় সূত্রে জানা গেছে, ৬২ নং ওয়ার্ডে মাদকদ্রব্যের অবাধ বেচাকেনা চলছে দিনের আলোতেই। এলাকাবাসীর অভিযোগ, নাসবতী ও আশপাশের এলাকায় কিছু প্রভাবশালী দালালদের ছত্রছায়ায় এই অবৈধ কার্যক্রম দীর্ঘদিন ধরে চালু রয়েছে।
যুবসমাজ ধ্বংসের পথে হাঁটছে, অথচ প্রশাসনের দৃষ্টি যেন নেই বললেই চলে। অভিভাবকরা আতঙ্কে রয়েছেন সন্তানদের ভবিষ্যৎ নিয়ে। বিভিন্ন দোকান ও নির্জন এলাকায় চলছে গাঁজা, ইয়াবা, ফেনসিডিলের মতো মাদকের লেনদেন। এলাকাবাসীরা বলছেন, অনেক সময় মুখ খুললেও হুমকির মুখে পড়তে হয়।
স্থানীয়দের একাংশ প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে বলছেন, “প্রশাসন চাইলে এক সপ্তাহেই সব বন্ধ করা সম্ভব, কিন্তু তারা রহস্যজনকভাবে নিশ্চুপ।”
এলাকার সুশীল সমাজ ও নাগরিকরা জোর দাবি তুলেছেন – অবিলম্বে ৬২ নং ওয়ার্ডে মাদকের বিরুদ্ধে অভিযান চালাতে হবে, অপরাধীদের গ্রেপ্তার করতে হবে এবং যুবসমাজকে রক্ষা করতে হবে।,রুহুল আমিন লিপ্টন দৈনিক অগ্নিশিখা ক্রাইম রিপোর্টার।