বঙ্গনিউজবিডি ডেস্ক :বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের দুবলার চর শুঁটকি পল্লির জেলে শুকুর মীরের জালে ধরা পড়া ২৫ কেজি ওজনের একটি ভোল মাছ ৪ লাখ ৮০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
রোববার (৬ মার্চ) ভোরে গভীর সাগরে মাছটি ধরা পড়ে।
এদিন দুপুরে দুবলারচর নিউ মার্কেট এলাকায় সম্রাট নামে খুলনার এক ব্যবসায়ী নিলামের মাধ্যমে ভোল মাছটি কিনে নেন। প্রতি কেজি মাছের দাম পড়েছে ১৯ হাজার ২০০ টাকা।
জেলে শুকুর মীর বলেন, এবার মাছ ভালো হলেও প্রাকৃতিক দুর্যোগের ফলে কয়েকবার মাছ নষ্ট হয়েছে। তবে এই মাছটি পেয়ে আমাদের খুব উপকার হয়েছে। এক সঙ্গে ৪ লাখ ৮০ হাজার টাকা নগদ পেলাম। এটা জেনে মহাজন অনেক খুশি হবেন।
মাছ ক্রেতা সম্রাট বলেন, মাছটি খুবই সুস্বাদু এবং ঔষধি গুণ সম্পন্ন। যে কারণে এর দামও অনেক বেশি।
সুন্দরবন বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলার চর শুঁটকি পল্লির ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রহ্লাদ চন্দ্র রায় বলেন, এ বছর জেলেদের জালে বেশ কয়েকটি বড় ভোল মাছ ধরা পড়েছে। জেলেরাও এই মাছ চড়া দামে বিক্রি করেছেন।