সংবাদ প্রতিবেদক: কাজল বঙ্গ নিউজ , গাজীপুর সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডে সুদীর্ঘ শিক্ষকতা, নৈতিক নেতৃত্ব ও সমাজচিন্তার মেলবন্ধনে গড়ে ওঠা ব্যক্তিত্ব শিক্ষক মোহাম্মদ রফিক আলম সাম্প্রতিক সময়ে এলাকাবাসীর মাঝে গভীরভাবে আলোচিত হচ্ছেন। মানুষ গঠনের শিল্পকে আজীবন লালনকারী এই শিক্ষকের জীবনদর্শনে স্পষ্ট—সেবা, শৃঙ্খলা ও নৈতিকতা কেবল পেশার অংশ নয়; বরং সামাজিক উন্নতির অপরিহার্য ভিত্তি। শিক্ষা, চরিত্র গঠন এবং মানবিক দায়বদ্ধতার প্রশ্নে তাঁর যুক্তি-সমৃদ্ধ দৃষ্টিভঙ্গি তরুণ থেকে প্রবীণ—সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্য হয়ে উঠেছে।
এলাকার বাস্তব সংকট, নাগরিক সুবিধা, শিক্ষার বিস্তার ও উন্নয়নের ধারাবাহিকতা নিয়ে তাঁর সুসংগঠিত মতামত একটি ইতিবাচক, যুক্তিযুক্ত ও দূরদর্শী ভাবনার পরিচয় দেয়। বিনয়ী আচরণ, পরিশীলিত বক্তব্য এবং প্রসারিত মানবিক চেতনায় তিনি সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এলাকাবাসীর দোয়া প্রার্থনা করেছেন—যেন সৎ উদ্দেশ্য ও নীতিবোধের আলো ধরে সমাজের কল্যাণে তাঁর অবদান আরও শক্তিশালী ও ফলপ্রসূ হয়।