বঙ্গনিউজবিডি ডেস্ক : অতিরিক্ত সচিব পদে ১৭ ও যুগ্ম সচিব পদে ১৮ জনকে বিভিন্ন দপ্তরে বদলি ও প্রেষণে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সোমবার (৭ নভেম্বর) মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, নিম্নবর্ণিত কর্মকর্তাদের নামের পাশে উল্লেখিত পদে বদলি ও পদায়ন করা হলো।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আদেশের অনুলিপি সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রিপরিষদ সচিব, সিনিয়র সচিব, ব্যবস্থাপনা পরিচালক, প্রধানমন্ত্রীর একান্ত সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তির কাছে পাঠানো হয়েছে।