-এইচ এম গোলাম কিবরিয়া রাকিব,কুমিল্লা।১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার কুমিল্লা সেরা কন্ঠ প্রতিযোগিতা ২০২৫ ইং অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন, কুমিল্লা শহর ও শহরতলীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১২শত শিক্ষর্থী। এর মধ্যে ৩০ জন শিক্ষার্থী বিজয় অর্জন করেন। তারমধ্যে কোরআন তেলোয়াতে প্রথম স্থান অর্জন করেন, কুমিল্লা চকবাজার নূরে মদিনা মাদরাসার শিক্ষার্থী মোহাম্মদ নূরুজ্জামান নূর, চতুর্থ ও পঞ্চম স্থান অর্জন করেন নূরে মদিনা মাদরাসার ছাত্র মোহাম্মদ সিয়াম ও মোহাম্মাদ ওবায়দুল হোসেন।এ সাফল্যে অত্র মাদরাসার শিক্ষক,কলাকৌশলী,শিক্ষার্থী ও অবিভাবকগন আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন এবং দেশবাসীর নিকট শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের জন্য দোয়া কামনা করেন।