স্টাফ রিপোর্টার : ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের এমপি বলেছেন, মাদকের ছোবল থেকে তরুণ সমাজ বাঁচাতে হবে। মাদকের ভয়াবহ আগ্রাসন বন্ধ করতে কার্যকর উদ্যোগ নেয়া হবে। আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীকে সঙ্গে নিয়ে মাদক নির্মূল করবো। তিনি বলেন, নির্বাচনের মাঠে অনেকে গুন্ডামী করতে চায়। আমরা ভদ্রতা পছন্দ করি। আমাদের ভদ্রতাকে কেউ যেনো দূর্বলতা না ভাবে। আমরা কখনোই দূর্বল নই। আমরা মানুষের সাথে আছি, সাধারণ মানুষ আমাদের সাথে আছেন। তিনি আরো বলেন, ঢাকা -১৮ আসনে নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি হাসপাতাল ও রাস্তা ঘাট নির্মাণ করা হবে। জনগণের স্বার্থ বিবেচনায় বালু নদীর তীরে বেড়িবাঁধ নির্মাণ করা হবে। হতদরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে আমরা কাজ করবো। তিনি আরো বলেন, জাতীয় পার্টি ক্ষমতায় গেলে মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডা সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের পানি ও বিদ্যুৎ বিল মওকুফ করা হবে। আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে মসজিদের ঈমাম, মুয়াজ্জিনসহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের পূরিতদের সম্মানী রাষ্ট্রীয় ভাবে দেয়া হবে।
শেরীফা কাদের এমপি আজ সকাল থেকে রাত অবধি খিলক্ষেত থানার তলনা, মস্তুল, পাতিরা, ডুমনী, খিলক্ষেত উত্তরপাড়া, আমতলা, বটতলা এবং খিলক্ষেত বাজারে ব্যাপক গণসংযোগ করেন। এসময় গণমানুষের বিভিন্ন সভায় তিনি এ কথা বলেন।