প্রতিবেদক: কাজল
আন্তর্জাতিক সাংবাদিক আইনি প্রতিকার ফাউন্ডেশনের পক্ষ থেকে সকল সহকর্মী, শুভানুধ্যায়ী ও পাঠকবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম।
নিউজ ২৪-এর সিনিয়র রিপোর্টার এবং আমাদের সংগঠনের প্রশিক্ষক, প্রিয় সহকর্মী হাসিব ভাই গুরুতর অসুস্থতায় ভুগছেন—এই দুঃসংবাদ আমাদের সকলের জন্য গভীর বেদনার।
তাঁর পেশাগত নিষ্ঠা, সাহসিকতা ও সততা সাংবাদিক সমাজের জন্য এক উজ্জ্বল অনুপ্রেরণা। আমরা বিশ্বাস করি, মহান আল্লাহর অশেষ রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন।
এই মুহূর্তে দেশ-বিদেশে অবস্থানরত সকলকে বিনীত অনুরোধ—তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য আন্তরিকভাবে দোয়া করুন। এক সাংবাদিকের কলম যেমন সমাজ পরিবর্তনের হাতিয়ার, তেমনি তাঁর সুস্থতা আমাদের সম্মিলিত শক্তির প্রতীক।
তাঁর পরিবার, বিশেষ করে স্ত্রী, সন্তান ও নিকট আত্মীয়দের প্রতি জানাই গভীর সমবেদনা ও সহমর্মিতা। এই দুঃসময়ে তাঁদের মনোবল ধরে রাখাই প্রধান কর্তব্য। মনে রাখবেন, গোটা সাংবাদিক সমাজ তাঁদের পাশে রয়েছে।
পরিশেষে, আমরা সবাই আল্লাহর দরবারে প্রার্থনা করি—
হে আল্লাহ, প্রিয় সহকর্মী হাসিব ভাইকে সুস্থতা দান করুন, কষ্ট দূর করুন, এবং তাঁকে সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে আনুন। আমিন।
সকলের প্রতি আহ্বান—তাঁর সুস্থতার জন্য দোয়া করুন এবং তাঁর পরিবারের পাশে থাকুন সহানুভূতির হৃদয়ে।