বঙ্গ নিউজ বিডি ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আধুনিক প্রযুক্তির মাধ্যমে দূর থেকেই তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। দেশ ও জনগণের প্রতি ভালোবাসা থেকেই তিনি উপযুক্ত সময়েই দেশে ফিরে দলের নেতৃত্ব দেবেন।
শনিবার (৬ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী আরও বলেন, বিএনপি সবসময়ই প্রতিশ্রুতির রাজনীতিতে বিশ্বাস করে। অতীতে দেওয়া প্রতিশ্রুতি যেমন বাস্তবায়ন করেছে, ভবিষ্যতেও তার ধারাবাহিকতা বজায় থাকবে। তারেক রহমানের দেওয়া প্রতিটি প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।