দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর বলেছেন,শেখ হাসিনার নেতৃত্বে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে। বঙ্গবন্ধু সারা বাংলার মানুষের মুক্তির জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা একটি স্বাধীন জাতি হিসেবে স্বীকৃতি পেয়েছি। বঙ্গবন্ধুর আত্মার শান্তির জন্য আমাদেরকে উন্নয়ন করতে হবে। আমার বিশ্বাস দাউদকান্দি-তিতাসের জনগণ নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে।
আমি নির্বাচিত হলে দাউদকান্দি-তিতাস উপজেলাকে একটি মডেল উপজেলায় রুপ দেওয়া হবে।
নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার সবুর আগামী ৭ই জানুয়ারি সকলকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দাউদকান্দি-তিতাসকে শান্তির জনপদ হিসেবে গড়ে তুলতে চাই। আমার সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করবেন।
তিনি আরও বলেন, বর্তমান সরকারের আমলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সারা বংলাদেশে যেসব উন্নয়ন হয়েছে আওয়ামী লীগ একা নয়, তার সুফল সবাই ভোগ করছে। শুধু দাউদকান্দি-তিতাস নয় সারা বাংলাদেশে একযোগে উন্নয়ন হয়েছে। এ সরকার উন্নয়নের সরকার উল্লেখ করে তিনি যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য, শিক্ষা সকল খাতে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে উল্লেখ করে আসন্ন ৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে নৌকায় ভোট দেয়ার আহবান জানান।
সোমবার দুপুরে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন হাইস্কুল মাঠ আওয়ামী লীগের নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া,সাধারণ সম্পাদক মহিউদ্দিন সিকদার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামিলীগ যুগ্ম সাধারণ সম্পাদক বাসু দেব ঘোষ,সদর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান শাহীন,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার শাহজাহান প্রমুখ।