1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
পাটগ্রামে বিজিবির হাতে ১ বিএসএফ সদস্য আটক শহীদ ৬ শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন অপারেশন ডেভিল হান্ট ফেজ-২; রাতভর অভিযানে খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরায় আটক – ৬ নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী সাংবাদিক, বিচার চেয়ে সংবাদ সম্মেলন তারেক রহমানের প্রত্যাবর্তনে স্মরণীয় সংবর্ধনার প্রস্তুতি বিএনপির: ইশরাক হোসেন দাউদকান্দিতে কালী পূজা পরিদর্শনে ড. খন্দকার মারুফ হোসেন, ধর্মীয় সম্প্রীতির আহ্বান খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি: আমিনুল হক গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বসুন্ধরা গ্রুপের তীব্র নিন্দা ও প্রতিবাদ খাগড়াছড়ির পানছড়িতে অবৈধ সেগুন কাঠ জব্দ তারেক রহমান আসছেন মানে গণতন্ত্র ফেরত আসছে : মির্জা আব্বাস

শেরপুরে মেয়ের হাতে মা খুন !

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ৩১৮ বার দেখা হয়েছে
বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার শেরপুরের চান্দাইকোনায় অতিরিক্ত মাদক সেবন ও বেপরোয়া চলাফেরায় বাধা দেওয়ায় মাদকাসক্ত মেয়ে তার মাকে ছুরিকাঘাতে হত্যা করেছে। নিহতের নাম ঝুমা কর্মকার (৪৫)। ঘটনার পরপরই ঘাতক মেয়েকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয়রা। তার নাম পূজা কর্মকার সিঁধী (২৫)। সোমবার (১৬ অক্টোবর) দুপুর একটার দিকে বগুড়ার শেরপুর উপজেলার সীমান্তবর্তী চান্দাইকোনা পাবনা বাজার নামক এলাকায় এই নির্মম ঘটনাটি ঘটে।
নিহতের স্বজনরা জানান, শেরপুর পৌরশহরের কর্মকারপাড়ার এলাকার শিবদাস কর্মকারের মেয়ে পূজা কর্মকার সিঁধী। সে ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনার্স তৃতীয়বর্ষের শিক্ষার্থী। সিঁধী তার মায়ের সঙ্গে সোমবার একটি বাসে ঢাকায় যাচ্ছিল। কিন্তু বাসে উঠেই প্রেমিকের সঙ্গে মোবাইল ফোনে কথা বলা শুরু করে। এনিয়ে মা-মেয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। একপর্যায়ে চান্দাইকোনা পাবনা বাজার নামক স্থানে বই ও ব্যাগ পড়ে গেছে-এমন অজুহাত তুলে বাস থেকে নেমে পড়ে সিঁধী। পরবর্তীতে তার মা ঝুমা কর্মকারও বাস থেকে নামেন। এসময় কোনো কিছু বুঝে ওঠার আগেই সিঁধী কর্মকার ব্যাগ থেকে ধারালো চাকু বের করে তার মাকে উপর্যুপরি বুকে জোরে আঘাত করে । পরে তার চিৎকারে আশপাশের লোকজন এসে ঝুমা কর্মকারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথেই মারা যান তিনি। এদিকে খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যান এবং স্থানীয়দের হাতে আটক সিঁধী কর্মকারকে হেফাজতে নিয়ে রায়গঞ্জ থানায় নিয়ে যায়।
স্থানীয়রা জানান, পূজা কর্মকার সিঁধী রকমারি মাদকসেবন করত। তার জীবনযাপন ছিল বেপোরোয়া। বেশকিছুদিন আগে এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠে তার। এমনকি তার সঙ্গেই তাকে বিয়ে দিতে চাপ দেয়। কিন্তু পরিবারের পক্ষ থেকে সেটি মেনে নিতে অস্বীকার করা হয়। এজন্য তার মা তাকে প্রায়ই শাসন করতো। তাই ক্ষিপ্ত হয়ে মাকে হত্যার পরিকল্পনা করে সিঁধী কর্মকার। এরই ধারাবাহিকতায় মাকে ঢাকায় নিয়ে যাচ্ছিল সে। তারা আরো বলেন, রাজধানীতে বাবা মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে ব্যাপকভাবে আলোচনায় এসেছিল তাদের মাদকাসক্ত মেয়ে ঐশী। সন্তানের মাদকাসক্তের পরিণতি নিয়ে দেশজুড়ে আলোচনা-সমালোচনা ঝড় ওঠে। ঐশীর মতোই মাদকের অবক্ষয়ে আরেকটি নির্মম ঘটনা ঘটলো বগুড়ার শেরপুরে।
জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা বলেন, এই ঘটনায় রায়গঞ্জ থানায় মামলার প্রক্রিয়া চলছে। পাশাপাশি ময়না তদন্তের জন্য নিহতের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া স্থানীয়দের হাতে আটক হওয়া পূজা কর্মকার সিঁথিকে উদ্ধার করে রায়গঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com