বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত্রিতে ১:০০ ঘটিকার দিকে উপজেলার গোয়ালজানী গ্রামের মৃত হাফিজুর রহমানের পুত্র মোঃ জয়নাল আবেদীন এর বাড়িতে দূর্ধর্ষ চুরি হয়েছে। হাফিজুর রহমান গোয়ালজানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি জানান, আমি প্রতি দিনের মত রাত্রিতে খেয়ে ঘুমে পড়েছি ।রাত্রিতে অসুখের জন্য এমনিতেই ঘুম ধরে না। ইদুর চিকা যদি ঘরে ঢুকে তাও আমি টের পাই কিন্তু গত রাত্রিতে আমি , আমার স্ত্রী একঘরে, আমার ছেলে এক ঘরেেএবং আমার মেয়ে এবং আমার বোন এক ঘরে ঘুমে পড়ে। মেইন দরজা কোনো কিছু দিয়ে চারি দিয়ে গেট খুলেছে, আমার বোনের ব্যাগ থেকে ৫০ হাজার টাকা নেয়, তারপরে আমার ছেলের ঘরের বাক্সর হুক কেটে ৬ হাজার টাকা নেয় এবং আমার ঘরের আলমারী সাবল জাতীয় কোনো কিছু চারি দিয়ে খুলে ১ লক্ষ ৪৬ হাজার টাকা এবং আড়াই ভরি রুপার গহনা ও ১ ভরি সোনার গহনা চুরি করে নিয়ে গেছে।
এ ব্যাপারে প্রধান শিক্ষক জয়নাল আবেদীন জানান, শেরপুর থানায় একটি জিডি করব।