ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার ভোরে উপজেলার সুঘাট ইউনিয়নের চকপাহাড়ি গ্রামে ।
সুত্রে জানা যায় চকপাহাড়ি গ্রামের নিজ বাড়িতে মশার কয়েল থেকে সুত্রপাত হওয়া আগুন থেকে অগ্নীকান্ডের ঘটনাটি ঘটে। এ সময় আগুন শয়নকক্ষে বদিউজ্জামান একাই অসুস্থ্য অবস্থায় ঘুমিয়ে ছিলেন।
নিহত বদিউজ্জামানের ছেলে আবদুল মতিন বলেন, ৮-৯ বছর ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন তাঁর বাবা। টিনের ঘরে বিছানায় তাঁর বাবা রাতে একাই ঘুমিয়ে ছিলেন। পাশের ঘরে ছিলেন তাঁর মা ও তাঁর স্ত্রী। ভোর সাড়ে ৪টার দিকে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা আগুন নেভাতে আসেন। আগুন নিয়ন্ত্রণে আনার পর দেখা গেল বাবা পুড়ে ঘটনাস্থলেই মারা গেছেন।
শেরপুর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদির হোসেন গণমাধ্যমকে বলেন, মশার কোয়েলের আগুন থেকে ঘরে আগুনের সূত্রপাত হতে পারে। আগুনে দগ্ধ হয়ে ওই ব্যক্তি মারা গেছেন। আগুনে একটি টিনের ঘর ও ঘরে থাকা সব জিনিসপত্র পুড়ে গেছে। অগ্নীকান্ডের ঘটনায় পরিবারটির দেড় লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশটি হস্তান্তর করা হয়েছে।