গ্রেফতার মো. আরিফ উপজেলার পশ্চিম ঘোপাল গ্রামের গনি মিয়ার ছেলে। তিনি উপজেলার পশ্চিম ছাগলনাইয়া আফজল মুন্সি সড়কের দারুস সালাম হাফেজিয়া মাদ্রাসার পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
শুক্রবার রাতে ভুক্তভোগী ছাত্রের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ছাগলনাইয়া থানায় মামলা করেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, ওই মাদ্রাসার নয় বছর বয়সী এক ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগ এনে থানায় মামলা করেন ভুক্তভোগী ছাত্রের মা। শনিবার ভোরে মাদ্রাসা পরিচালককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।



