1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
লাগডিয়া বলরুমে নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাবের নবনির্বাচিত কমিটির জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান সম্পন্ন দাউদকান্দির চন্দ্রশেখরদীতে ভূমিদস্যূর কবলে শাহজালাল : পৈত্রিক ভিটে রক্ষায় যুদ্ধ করছেন বৃদ্ধ কৃষক খালেদা জিয়ার দুই পুত্রবধূ—শর্মিলা রহমান ও ড. জোবাইদা রহমান—এখন তাঁর সবচেয়ে বড় শক্তি বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকীতে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন দাউদকান্দিতে মেঘনা–গোমতী সেতুর নিচে বোমা সদৃশ বস্তু উদ্ধার, নিরাপত্তা জোরদার ১৬ ডিসেম্বর: বিজয়ের ৫৪ বছরে নতুন রেকর্ডের দিন ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। দাউদকান্দি হানাদারমুক্ত দিবস উদযাপন: উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা রোকেয়া পদক পেলেন চার বিশিষ্ট নারী তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, টানা নিম্ন তাপমাত্রায় জনদুর্ভোগ চরমে

লাগডিয়া বলরুমে নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাবের নবনির্বাচিত কমিটির জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ৩ বার দেখা হয়েছে

হাকিরুল ইসলাম খোকন,বাপসনিউজঃ নিউইয়র্ক সিটির লাগার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বল রুমে জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজনের মধ্যে নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে গত শনিবার,৬ ডিসেম্বর ২০২৫,সনধ‍্য ৬টায় ।আইবিএননিউজকে এ সংবাদ দিয়েছেন লায়ন আহমেদ সোহেল ।অনুষ্ঠানের শুভ সূচনা হয় আমেরিকা ও বাংলাদেশের জাতীয় সংগীতের মাধ্যমে। এরপর লায়ন্স ক্লাবের দীর্ঘদিনের ঐতিহ্য অনুসারে আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন হয়।

অভিষেক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত প্রেসিডেন্ট লায়ন তারেক হাসান খান এবং পরিচালনা ও সঞ্চালন করেন সাধারণ সম্পাদক লায়ন আহমেদ সোহেল ।যাঁরা তাঁদের বক্তব্যের মাধ্যমে ভবিষ্যৎ পরিকল্পনা ও মানবসেবার দিকনির্দেশনা তুলে ধরেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট ২০-আর-২-এর গভর্নর আসিফ বারী টুটুল এবং বিশেষ অতিথি ছিলেন তাঁর সার্ভিসিং পার্টনার লায়নেস মুনমুন হাসিনা বারী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের নবনির্বাচিত প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত বিচারপতি জাস্টিস সোমা সাঈদ, নিউইয়র্ক স্টেট সিনেটর জন ল‍্যু,অ্যাসেম্বলি উইমেন জেনিফার রাজকুমার, বিচারপতি এন্থনি, সাবেক জাতীয় সংসদ সদস‍্য এমএম শাহীন,বিশিষ্ট রাজনীতিবিদ মিজান চৌধুরী, জিল্লুর রহমান জিল্লু, জসিম ভূঁইয়া ও ফাহাদ সোলাইমানসহ আরও অনেক গুণী ব্যক্তি।

ডিস্ট্রিক্ট গভর্নর আসিফ বারী টুটুল নবনির্বাচিত প্রেসিডেন্টকে শপথ বাক্য পাঠ করান এবং প্রেসিডেন্ট লায়ন তারেক হাসান খান পুরো কার্যকরী কমিটিকে শপথ গ্রহণ করান।খবর বাপসনিউজ ।

নতুন কার্যকরী কমিটি সভাপতি লায়ন তারেক হাসান খান,সাধারণ সম্পাদক লায়ন আহমেদ সোহেল,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লায়ন নাঈম আহমেদ,ভাইস প্রেসিডেন্ট লায়ন জামিল আহমেদ, লায়ন মনিরুল ইসলাম, লায়ন মোঃ হুদা এবং সিনিয়র সাংবাদিক লায়ন হাকিকুল ইসলাম খোকন ।ডিরেক্টর প্যানেল লায়ন গিয়াস আহমেদ, লায়ন এম এম শাহীন, লায়ন মোহাম্মদ খালেক, লায়ন মিজান চৌধুরী, লায়ন মোহাম্মদ আমির হোসেন কামাল এবং লায়ন ইসমাইল চৌধুরী।অন্যান্য গুরুত্বপূর্ণ পদে ট্রেজারার লায়ন শাহিনুর রহমান বিপ্লব,সাংস্কৃতিক সম্পাদক লায়ন ইশতিয়াক রুমি,সহ-সাধারণ সম্পাদক লায়ন সাজ্জাদুর রহমান খান এবং লায়ন মিজানুর রহমান,টেল টুইস্টার লায়নেস ফারহানা খান ।
কার্যকরী কমিটির অন্যান্য সদস্য
লায়ন ডাঃ আবুল কাশেম, লায়ন আবু পাশা, লায়ন আলী রাজাই রাজীব, লায়ন তাওহীদ মাহবুব মুন্না, লায়ন ওসমান গনি এবং লায়ন নুরুল ইসলাম।
এলসিআইএফ(LCIF)কোডিনেটর লায়নেস ফারহানা খান,টেল টুইস্টার লায়নেস নুসরাত নিপা,লাভ সার্ভিস চেয়ারপারসন লায়নেস তাহমিনা চৌধুরী,মার্কেটিং চেয়ারপারসন: আনোয়ার হক,লায়ন টেইমার লায়নেস ফারজানা খালেক,মহিলা বিষয়ক সম্পাদিকা লায়নেস লুৎফুন নাহার করবি,মেম্বারশিপ চেয়ারপারসন তরুণ অ্যাটর্নি লায়ন রাফসান নাঈম।

অতিথিরা প্রশংসাসূচক বক্তব্যে বলেন,

“একতা, সহযোগিতা ও নেতৃত্বের সমন্বয়ে নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাব ভবিষ্যতে আরও উন্নত সেবা কার্যক্রম পরিচালনা করবে।”

অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক পর্ব, সামাজিক মিলনমেলা ও মনোমুগ্ধকর খাবারের আয়োজন অতিথিদের আনন্দিত করে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াও উপস্থিত থেকে রিপোর্টিং কভারেজ প্রদান করে।
নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাবের জাঁকজমকপূর্ণ ও বনাঢ‍্য অভিষেক অনুষ্ঠানের প্রধান অতিথি ডিস্ট্রিক্ট ২০-আর-২-এর গভর্নর আসিফ বারী টুটুল এবং বিশেষ অতিথি নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি উইমেন জেনিফার রাজকুমার
নবনির্বাচিত নতুন কার্যকরী কমিটির সকল কর্মকর্তাদের সম্মাননা সাইটেশন প্রদান করেন ।————————————————-মজাদার নৈশভোজের আগে প্রধান অতিথি ডিস্ট্রিক্ট ২০-আর-২-এর গভর্নর আসিফ বারী টুটুল এবং বিশেষ অতিথি নিউইয়র্ক অ্যাসেম্বলি উইমেন জেনিফার রাজকুমার বিশাল আকারের একটি কেক কাটেন নবনির্বাচিত নতুন কার্যকরী কমিটির সবার মাঝে এবং নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাবের আযোজকসহ সকল অতিথিদের মাঝে বিতরন করা হয় ।সাউন্ড এ ছিনেল সংগীত শিল্পী তানভীর শাহীন ।
সর্বশেষে আয়োজকরা সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।এবং শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়ন করা হয় ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com