রাঙামাটি জেলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের রাঙামাটি জেলা কমিটির উদ্যোগে এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রাঙামাটি জেলা বিএনপির কাযালয়ে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল।
সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের আহ্বায়ক মোঃ শামীম জাহাঙ্গীর।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু বলেন,
“আগামী জাতীয় নির্বাচনে দেশের জনগণ বিএনপিকে ক্ষমতায় বসাবে। বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার বিএনপির নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে। কিন্তু গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ে জাতীয়তাবাদী শক্তিকে আর দমিয়ে রাখা যাবে না।”
সভায় ৭১ সদস্য বিশিষ্ট রাঙামাটি জেলা কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
সভায় অন্যান্য নেতারাও নবগঠিত কমিটিকে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান।