1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
মোহাম্মদপুরে স্কুল অ্যান্ড কলেজ স্থাপনের প্রতিশ্রুতি ড. খন্দকার মোশাররফ হোসেনের জনতার মাঠে ধানের শীষ: পাঁচগাছিয়ায় মোশাররফ–মারুফের বার্তায় ভোটের হাওয়া কৃষি, গণতন্ত্র ও উন্নয়নের প্রতিশ্রুতি : তারেক রহমানের কুমিল্লা-১ এ ধানের শীষের গণজোয়ার, উন্নত বাংলাদেশের ডাক অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নির্বাচনী প্রচারণায় হামলা- প্রশাসন নিরব খুলনায় ১১ দলীয় জোটের নিবাচনী জনসভা অনুষ্ঠিত। স্থায়ী পুনর্বাসন ও সম্প্রীতির সমাজ গড়ার প্রতিশ্রুতি আমিনুল হকের সচিবের ইচ্ছায় এবার বিটিভির প্রধান প্রকৌশলী হচ্ছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের শীর্ষ নেতা ইঞ্জিনিয়ার মো: মনিরুল ইসলাম দাউদকান্দিতে ধানের শীষের পক্ষে গণজোয়ার, মারুকা–বিটেশ্বরে ড. মোশাররফ হোসেনের জনসভায় জনসমর্থনের বিস্ফোরণ মানিকছড়িতে যুবককে গলা কেটে হত্যা চেষ্টা: পুলিশের বিশেষ অভিযানে প্রধান দুই আসামি গ্রেফতার

বেলজিয়াম প্রবাসীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১৫৮ বার দেখা হয়েছে
সাকিব হোসেইন, তিতাস (কুমিল্লা) সংবাদদাতাঃ কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার শ্রীকাইল ইউনিয়নের পিপড়ীয়া গ্রামের বাসিন্দা সৈয়দ চাঁন মিয়ার ছেলে বেলজিয়াম প্রবাসী আমজাদ হোসেন ওরফে তসু মিয়ার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ তুলেছেন তারই বন্ধু বেলজিয়াম প্রবাসী ভুক্তভোগী ফরিদ আহম্মেদ সরকার। ভুক্তভোগী মুরাদনগর সদর ইউনিয়নের আলীরচর গ্রামের মরহুম ছায়েদ আলী সরকারের ছেলে।
অভিযোগ তুলে ভুক্তভোগী প্রবাসী ফরিদ আহম্মেদ সরকার সাংবাদিকদের বলেন, আমজাদ হোসেন তসু আমার দীর্ঘ দিনের বন্ধু। ২০১৪ সালে তসু মিয়া আমার কাছ থেকে দোকানের জন্য ১২লাখ টাকা ধার নেয়, দু’বছর পর দুই লাখ টাকা ফেরত দেন তখন তার সাথে আমার বিভিন্ন বিষয়ে লেনদেন চলমান ছিল তাই আমি পাওনা টাকার জন্য চাপ দেয়নি। তসুর দোকানে পূর্বে ব্যাংক থাকার সুবাদে সেখানে কিছু লকার ছিল। তাই আমি তসুর ব্যক্তিগত লকারে আমানত হিসেবে বেলজিয়ামের অনেক প্রবাসীর টাকা ও আমার ব্যক্তিগত সঞ্চিত অর্থ জমা রাখতাম। লকারে প্রায় সব মিলিয়ে ৪৫হাজার ইউরো ছিলো। এছাড়াও তসু আমার থেকে ধার হিসেবে তার ভাই নসিব আলী ওরফে কাসু মিয়ার আল আরাফাহ ব্যাংক একাউন্টের মাধ্যমে ২০১৮ সালে ৪,০০১১৫ চার লাখ একশো পনেরো টাকা নেয়। সর্বমোট তসুর কাছে বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮০ লাখ টাকা বর্তমানে আমি পাই। তসুর সাথে বেলিজিয়ামের এক মসজিদ কমিটিতে সমর্থন এর বিষয় নিয়ে আমার মনমালিন্য হলে সে বিভিন্ন ভাবে নানা জামেলা করতে থাকে। এক পর্যায় কিছুদিন পর আমি তার নিকট আমার পাওনা ও তার লকারে হেফাজতে রাখা অর্থ ফেরত চাইলে তিনি তা দিতে অস্বীকার করেন ও আমাকে নানা বিষয়ে মিথ্যা অভিযোগ তুলে মামলা দিয়ে হয়রানী করতে শুরু করেন। আমি তার বন্ধু, আত্মীয় স্বজনসহ মুরাদনগর এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ ও জননেতা কায়কোবাদ দাদার ভাই আরিফিন এবং শ্রীকাইল এলাকার জর্জ মিয়া ভাই কে বিষয়টি জানালে এতে তসুর ক্ষিপ্ততা আরো বেড়ে যায়। পরবর্তীতে টাকা চাইতে তসুর বাসায় গেলে সে আমাকে বলে আমি কেন তাদের কে বিষয়টি জানালাম? এতে তার সম্মানহানী হয়েছে। তাই আমি যেনো এ দু’জনকে সাথে নিয়ে টাকা চাইতে যাই। ফরিদ সরকার আরোও বলেন, তসু এলাকায় রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় থেকে এসকল অপরাধ কর্মকান্ড করে পার পাওয়ার পায়ঁতারা করছে। আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে প্রতারক তসুর নিকট থেকে আমার পাওনা টাকা উদ্ধারে সহযোগিতা চাই এবং আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার সুষ্ঠু বিচার চাই।
এবিষয়ে অভিযুক্ত বেলজিয়াম প্রবাসী আমজাদ হোসেন তসু মিয়া নিজেকে নির্দোশ দাবি করে মুঠোফোনে সাংবাদিকদের বলেন, ফরিদ সরকার আমার কোন দিনই বন্ধু ছিল না। বেলজিয়ামের মসজিদের টাকা আত্মসাৎ করেছে ফরিদ ও তার গ্যাংরা। আমি তার বিরোধিতা করায় তার সাথে আমার বিবাদ চলতে থাকে। আমার নামে মিথ্যা মামলাও দিয়েছে কয়েকটা। সে সব সময় আমার প্রতিপক্ষই ছিল। আমার কাছে সে কোন টাকা পাওয়ার প্রশ্নই উঠে না। এসকল অভিযোগ মিথ্যা!

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com