বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : “জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই”—এই শক্তিশালী স্লোগানকে সামনে রেখে সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না রাখার প্রতিবাদে সিরাজগঞ্জ জেলা কিন্ডারগার্টেন সমন্বয় পরিষদের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সিরাজগঞ্জ শহরের শহীদ মডেল স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মো. বরকতুল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. ফজলুল করিম লিটন। সভায় জেলা ও উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন— শহীদ মডেল স্কুল সিরাজগঞ্জ শাখার পরিচালক ও সংগঠনের উপদেষ্টা মণ্ডলীয় সদস্য হাছানুজ্জামান রনজু, শাহিন শিক্ষা পরিবার সিরাজগঞ্জ শাখার পরিচালক ও সংগঠনের উপদেষ্টা মণ্ডলীয় সদস্য মো. আব্দুল করিম তালুকদার, রংধনু মডেল স্কুল শাহজাদপুর শাখার পরিচালক ও সংগঠনের উপদেষ্টা মণ্ডলীয় সদস্য মো. শহিদুল ইসলাম শাহিন, শহীদ মডেল স্কুল সিরাজগঞ্জ শাখার প্রধান শিক্ষক ও সংগঠনের কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক রাজমামুদ সরকার।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দেশের প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও, এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শুধুমাত্র সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে। এটি শিক্ষা ব্যবস্থায় বৈষম্য সৃষ্টি করছে এবং হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।
তারা বলেন, ইতোমধ্যেই সিরাজগঞ্জ জেলা কিন্ডারগার্টেন সমন্বয় পরিষদের পক্ষ থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে, যেখানে কিন্ডারগার্টেনের ছাত্র-ছাত্রীদেরও বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্ত করার জোর দাবি জানানো হয়। কিন্তু এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো সদুত্তর দেয়নি।
সভা শেষে নেতৃবৃন্দ ঘোষণা দেন, আগামী ২৯ জুলাই (মঙ্গলবার) সিরাজগঞ্জ সদরের মুক্তির শোপানে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হবে। এই কর্মসূচির মাধ্যমে সরকার ও সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হবে এবং দাবি আদায় না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে হুশিয়ারি দেন তারা।
সিরাজগঞ্জ জেলা কিন্ডারগার্টেন সমন্বয় পরিষদ জানিয়েছে, এ আন্দোলন কোনো দলের নয়, বরং দেশের সকল শিশু শিক্ষার্থীর অধিকার রক্ষার আন্দোলন। সরকারের প্রতি তারা অনুরোধ জানিয়ে বলেন, দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করে কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করুন, নয়তো আমাদের কোমলমতি শিশুদের জন্য দেশব্যাপি মহাসমাবেশ ও আন্দোলনের ডাক দিতে বাধ্য হবো।
এ বিষয়ে সংগঠনের পক্ষ থেকে সকল অভিভাবক, শিক্ষক ও শিক্ষা-সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।