নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ প্রায় ১৮ বছরের প্রবাস জীবন শেষে আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি বলেন,
“আজ আমি যে বার্তা দিচ্ছি—এটি শুধু আপনাদের জন্য নয়, বরং দেশের সাধারণ মানুষের জন্য স্বস্তির বার্তা হয়ে আসবে।”
তিনি আরও বলেন,
“আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কোটি মানুষের প্রিয় নেতা তারেক রহমান দীর্ঘ নির্বাসনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর ঢাকার মাটিতে পা রাখবেন। তিনি যে গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এবং ছাত্র গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক উত্তরণের দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন—তারই ধারাবাহিকতায় তিনি দেশে ফিরছেন।”
২০০৭ সালে এক-এগারো পরিস্থিতিতে গ্রেফতার হন তারেক রহমান। ২০০৮ সালে জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবার যুক্তরাজ্যে যান। এরপর প্রায় দেড় দশক তিনি সেখানে থেকেই দলের কার্যক্রম পরিচালনা করেন।
তার দেশে ফেরাকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যেই প্রাণচাঞ্চল্য দেখা গেছে।