রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটি বাঘাইছড়ি উপজেলার টানা ৫ দিন ধরে ভারি বৃষ্টিপাতের কারনে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারনে বাঘাইছড়ি পৌরসভা এলাকা সহ বেশ কয়েকটি ইউনিয়নে বন্যায় প্লাবিত হয়েছে। কয়েকটি ইউনিয়নের সাথে উপজেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানি বন্দী রয়েছে হাজারো পরিবারের উপরে। উপজেলা প্রশাসনের থেকে ৫৫ টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। পৌরসভা এলাকা ও ৮ টি ইউনিয়নের সাথে যোগাযোগ জন্য কন্ট্রোল রুম এবং মনিটরিং টিম গঠন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার মধ্যে রয়েছে পৌর সভার ১ নং ওয়ার্ড়, পৌরসভার ২ ও ৩ নং ওয়ার্ড়, মাদ্রাসা পাড়া, হাজীপাড়ার ৪ নং ওয়ার্ড়, এফব্লক, জিওয়ান ব্লক , কাদের মেম্বারপাড়ার ৭ নং ওয়ার্ড়, বটতলী ৬ নং ওয়ার্ড়, ৫ নং ওয়ার্ড়,,বাবুপাড়া ৮ ও ৯ নং ওয়ার্ড়, বাঘাইছড়ি ইউনিয়নের পূর্বলাল্যঘোনা এলাকা, রুপকারী ইউনিয়নে বড়াদম এলাকা সহ , মৎস পুকুর সবজি চাষ সহ, বন্যার পানিতে তলিয়ে গেছে। পশু খামার ডুবে যাওয়ার পশু খামারীরা পড়েছে বিপাকে।
উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার বন্যায় কবলিত পুরো এলাকা পরিদর্শন করছেন। আশ্রয় কেন্দ্র আশ্রয় নেওয়া লোকজনদের সাথে দেখা করে খোঁজ খবর নেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ৫৫ টি আশ্রয় কেন্দ্র খোলা রাখা হয়েছে এবং কন্ট্রোল রুম মনিটরিং টিম গঠন করা হয়েছে। যাতে বন্যা কবলিত মানুষদের উদ্ধার ও দ্রুত সহযোগিতা করা যায়। তিনি আরো বলেন আমি জেলা প্রশাসক স্যারের সাথে বন্যার পরিস্থিতি বিষয়ে সর্বাক্ষন জানানোর চেষ্টা করছি। সরকারি ভাবে এখনো পর্যন্ত কোন বরাদ্দ পাওয়া যায়নি। বরাদ্ধ পেলে বন্যা কবলিত লোকদের কাছে পৌঁছে দেওয়া হবে।