নিজস্ব প্রতিবেদকঃ মাতৃভাষা সংরক্ষণ ও শিক্ষার প্রসারে বাংলাদেশ মারমা সোসাইটির উদ্যোগে মারমা ভাষায় বই, খাতা ও কলম বিতরণ করা হয়েছে। সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাবু অংচিং নু মারমা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা সোসাইটির সভাপতি অংথোয়াই মারমা (কারবারি)। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অংসা মারমা (কারবারি)সহ বাংলাদেশ মারমা সোসাইটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা মারমা ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, মাতৃভাষার চর্চা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের মাঝে মারমা ভাষা ও সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে। এ লক্ষ্যে বাংলাদেশ মারমা সোসাইটি আগামী দিনগুলোতে মারমা ভাষা শিক্ষা, ভাষা সংরক্ষণ ও সাংস্কৃতিক চর্চায় দৃঢ়তার সঙ্গে কাজ করবে বলে জানান নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে বাবু অংচিং নু মারমা বলেন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। বাংলাদেশ মারমা সোসাইটির এই উদ্যোগ প্রশংসনীয়। ভবিষ্যতেও সংগঠনটির সকল কার্যক্রমে বিশ্ব গণমানুষের সেবা ফাউন্ডেশন সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে তিনি আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে মাতৃভাষার বই, খাতা ও কলম বিতরণ করা হয়।