পারভেজ বাঙালী চট্রগ্রাম প্রতিনিধি ,গত ১৬ আগস্ট সন্ধা ৭ ঘটিকায় নগরীর হালিশহর বড়পল মোড়ে বাংলা ৩৬০ ভিশন টিভি এর
নতুন অফিস এর উদ্ভধন অনুস্টিত হয় ।
>সবার আগে সব খানে সত্যের সন্ধানে <এই স্লোগানটি সামনে রেখে বাংলা ৩৬০ ডিগ্রি ভিশন টিভির অফিস উদ্ভধন করা হয় ।
অনুস্টানে সভাপত্তি করেন, বাংলা ৩৬০ ডিগ্রি ভিশন টিভির চেয়ারম্যান ,জনাব মোঃমাইন উদ্দিন মইন,
সঞ্চালনায় ছিলেন অভিশেক দাস, সার্বিক তত্তাবধানে ছিলেন,পারভেজ বাঙালি,ও এ এম মাহমুদুল হাসান নিপুন,।
বাংলা ৩৬০ ডিগ্রি ভিশন টিভির চেয়ারম্যান তার উদ্ভধনী বক্তব্যে বাংলা ৩৬০ ডিগ্রি ভিশন টিভির সাংবাদ কর্মীদের বলেন
বাংলা ৩৬০ডিগ্রি ভিষণ- টিভি, যুগ ও উপযোগী সময়ের সাথে তাল মিলিয়ে সবার আগে সবখানে সত্যের সন্ধানে এ স্লোগান বেক্ত করে নতুন রূপে পদার্পণ করলাম গণমাধ্যমের স্বাধীনতা অক্ষুন্ন রেখে সকলকে সঠিকভাবে দায়িত্ব পালনে সত্যে নিরপেক্ষ সংবাদ প্রকাশে ও সাহসিকতার সংবাদিকতায় বিশ্বেষ সব গনমাধ্যম কর্মীদের বিশেষ ভাবে আহ্বান জানাচ্ছি ।
এতে বিভিন্ন গন্যমান্য ,ও গনমাধ্যম কর্মী ও বেক্তিবর্গ বক্তব্য রাখেন ।
প্রধান অথিতি হিসেবে উপুস্থিত ছিলেন চট্রগ্রাম বন্দর কন্ট্রাকট্রর এসেসিয়নের , সাধারন সম্পাদক- দোস্ত মোহাম্মাদ , বিশেষ অথিতি হিসেবে উপুস্থিত ছিলেন বাংলাদেশ খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির সাধারন সম্পাদক, জাকির হোসেন্।আরও উপুস্থিত ছিলেন ,চট্রগ্রাম জাতীয়তাবাদী দল ৩৭ নং মুনিরনগর ওয়ার্ড এর সদস্য সচিব, জনাব সাহাবুদ্দিন সাবু,চট্রগ্রাম মহানগর যুবদলের সাবেক সহ-সম্পাদক
জনাব মিফতাহ উদ্দিন শিকদার টিটু ,চট্রগ্রাম মহানগর সেচ্ছাসেবক দল এর নব নির্বাচিত আহবায়ক কমিটির সদস্য জনাব মোঃ ইমরান হোসেন চোধুরী বাব্লু ,বন্দর থানা সেচ্ছাসেবক দল নেতা শাহদাত হুসেইন, বন্দর থানা সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য আবুল হাসান সুজন ,সেচ্ছাসেবক দল নেতা বাবু ,চট্রগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ গোলাম নবী অপেল বন্দর থানা ছাত্রদল নেতা তারেক রহমান ,যুবদল নেতা আক্তারুজ্জামান আক্তার, বাংলাদেশ বেতার শিল্পি আবিদ ,বাপ্পী ও আরও সাংস্ক্রিতি গন্যমান্য বেক্তিবর্গ উপুস্থিত ছিলেন
, অনুস্টান টির শেষে দোয়া ও মিলাদ এর আয়োজন করা হয় ।