দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি : ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার দাউদকান্দির আশ্রয়নের বাসিন্দাদের মাঝে রাতের আধারে বিতরণ করলেন দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন ।
বুধবার রাতে উপজেলার পৌরসদর এবং সদর উত্তর ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের পরিবারের মাঝে এ ঈদ উপহার তুলে দেন তিনি।
উপজেলা চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গৃহহীনদের মাথাগোজার ঠাঁই করে দিয়ে বিশ্বে একজন সফল প্রধানমন্ত্রীর দৃষ্টান্ত রেখেছেন। তাদের ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে আশ্রয়নের প্রতিটি ঘরে ঈদ সামগ্রী পাঠিয়েছেন। তাঁর প্রতিনিধি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূইয়া এমপি মহোদয়ের নির্দেশে আশ্রয়ন বাসিন্দাদের প্রতিটি ঘরে ঘরে ঈদ সামগ্রী পৌছে দিচ্ছি। আমি নিজ হাতে ১৫০টি ঘরে ঈদ উপহার পৌছে দিয়েছি,আগামীকাল বাকী ১শ ঘরে ঈদ উপহার পৌছে দেবো।
প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণকালে সঙ্গে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান। তিনি জানিয়েছেন, উপজেলার আশ্রয়ণ প্রকল্পের বসবাসকারী ২৫০টি পরিবারের মধ্যে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে।
বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে-পোলাও চাল, তেল, চিনি, সেমাই ও দুধ। ঈদের আগে এসব খাদ্য সামগ্রী পেয়ে অত্যন্ত খুশি হয়েছেন আশ্রয়ণের বাসিন্দারা।