স্টাফ রিপোর্টার: কাজল, | দৈনিক বঙ্গ নিউজ,গাজীপুর: ডুয়েট (DUET) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামনের পরীক্ষাকে কেন্দ্র করে চরম মানসিক চাপে পড়েছেন। তাদের অভিযোগ—শিমুলতুলী আর্মি ফর্ম কুটির শিল্প মেলা চলমান থাকায় প্রচণ্ড শব্দদূষণ তৈরি হচ্ছে, যার ফলে পড়ালেখা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
শিক্ষার্থীরা জানান, বারবার অনুরোধ করেও মেলার শব্দ কমানো হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে তারা লাঠিসোঁটা হাতে মেলার দিকে অগ্রসর হন মেলা বন্ধের দাবি জানাতে এবং প্রয়োজনে ভাঙচুরেরও হুমকি দেন।
তাদের যুক্তি, পরীক্ষার আগে এমন শব্দদূষণ শিক্ষা পরিবেশ নষ্ট করছে এবং মানসিক চাপ বাড়াচ্ছে। পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন শিক্ষার্থীরা।